
এক পশলা বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করছে দক্ষিণবঙ্গ (South Bengal)। তখন প্রবল বৃষ্টিতে দুর্যোগ অবস্থা সিকিমে (Sikkim)। উত্তর সিকিমে (North Sikkim) গত তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে। কিছু এলাকাতে আবার ধসও (Collapse) নেমেছে। যার ফলে বিপদে পড়েছেন বহু পর্যটক।
জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত দু’হাজারের বেশি পর্যটক আটকে ছিলেন। শনিবার সিকিমে ২,১০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ৩০০-র বেশি পর্যটক সিকিমে আটকে আছে বলে খবর। যাঁরা আটকে ছিলেন, তাঁদের মধ্যে ৩৬ জন হলেন বিদেশি। এছাড়াও একটি সরকারি কলেজের ৬০ জন পড়ুয়াও আটকে পড়েন সিকিমের এই ধসে। সিকিম সরকার আটকদের উদ্ধারের জন্য ২৩টি বাস এবং ২০৮টি ছোট গাড়ির ব্য়বস্থা করেছে। মঙ্গন জেলার জেলাশাসক জানিয়েছেন, বৃষ্টি এবং ধসের কারণে লাচেন এবং লাচুংয়ে ২,৪০০ জন পর্যটক আটকে পড়েছিলেন। শনিবার মধ্যেই সমস্ত পর্যটককে উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল।
সিকিমে ধসের কারণে চুংথাং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পর্যটকদের খোঁজখবর নেওয়ার জন্য উত্তর সিকিম জেলা প্রশাসন দু’টি হেল্পলাইন নম্বর (৮৫০৯৮২২৯৯৭ এবং ৮১১৬৪৬৪২৬৫) খুলেছে। পরিবার পরিজনেরা চাইলে সেখানে যোগাযোগ করে পর্যটকদের খবর জানতে পারবেন। দুর্যোগের মাঝে নতুন করে উত্তর সিকিম যাওয়ার অনুমতি আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। তবে অনির্দিষ্ট কালের জন্য লাচেন, লাচুং যাওয়া বন্ধ।