
অ্যামাজন ম্যানেজারের (Amazon Manager) মৃত্যুর রহস্য এবারে প্রকাশ্য়ে এল। পুলিস সূত্রে খবর, তাঁকে খুন করার পিছনে মূল অভিযুক্ত 'মায়া গ্যাং'-এর ১৮ বছরের এক যুবক মহম্মদ সমীর ও তার সঙ্গীরা। সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইড দেওয়া নিয়ে ঝামেলা। শুরু হয় কথা কাটাকাটি-বচসা, এরপর তা পৌঁছয় হাতাহাতিতে। তার মাঝেই আচমকা গুলি। আর তারপরই প্রাণ হারালেন দিল্লির (Delhi) ভজনপুরার যুবক। মঙ্গলবার মধ্যরাতের সেই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে অ্যামাজনের ম্যানেজার হরপ্রীত গিলের। এই ঘটনায় এখন পর্যন্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিস। বাকিদের খোঁজার চেষ্টা করছে পুলিস।
সূত্রের খবর, মঙ্গলবার যখন ভজনপুরার সুভাষ বিহার এলাকা দিয়ে যাচ্ছিলেন অ্যামাজন ম্যানেজার হরপ্রীত, সে সময় ওই রাস্তা দিয়ে পার্টি সেরে ফিরছিল মহম্মদ সমীর ওরফে মায়া, গনি, সোহেল, মহম্মদ জুনেইদ এবং আদনান নামে এক দল তরুণ। রাস্তা সরু থাকায় হরপ্রীতদের বাইকের সঙ্গে মায়াদের একটি স্কুটারের ঘষা লাগে। আর সেখান থেকেই বচসা শুরু হয়। তার পরই হরপ্রীত এবং তাঁর বন্ধুকে গুলি করেন মায়ারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরপ্রীতের। গোবিন্দ গুরুতর জখম। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মায়া ও গনিকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজার চেষ্টা করছে পুলিস।