
একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে দেখা যাচ্ছিল না সামনের দিকে কী রয়েছে, এই পরিস্থিতিতে গুগল ম্যাপ-এ ভরসা করেই গাড়ি চালিয়ে এগিয়ে চলেছিলেন দুই ব্যক্তি। কিন্তু এতেই হল মর্মান্তিক পরিণতি। বৃষ্টির ফলে সামনে কী রয়েছে দেখতে না পারায় নদীতে পড়ে যায় গাড়ি। ফলে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। সূত্রের খবর, দুই ব্যক্তি পেশায় চিকিৎসক। কোনও এক গুরুত্বপূর্ণ কাজেই বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু গুগল ম্যাপ অনুসরণ করে চলতে গিয়েই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আহত হয় তিনজন। সূত্রের খবর, রবিবারের রাতের ঘটনাটি কেরলের (Kerala) কোচির (Kochi)।
সূত্রের খবর, অদ্ভৈত ও অজমল নামের দুই চিকিৎসক এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। রবিবার রাত সাড়ে ১২ টা নাগাদ তাঁদের কোনও এক কাজ থাকায় তাঁরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। গাড়িতে মোট পাঁচজন ছিলেন। সেসময় বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ফলে কিছুই দেখা যাচ্ছিল না। এই পরিস্থিতে তাঁরা গুগল ম্যাপস দেখে গাড়ি চালাতে থাকেন। কিন্তু চালক গুগল ম্যাপের দিক কোনও কারণে ভুল অনুসরণ করেন। আর এতেই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি পড়ে যায় পেরিভার নদীতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করতে ছুটে আসলেও তিনজনকেই প্রাণে বাঁচাতে পারেন। চালক ও তাঁর পাশের সিটে বসে থাকা চিকিৎসকের জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁরা বর্তমানে সুস্থ আছেন বলে খবর।