Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Anubrata

ED: গরু পাচার মামলায় বিপাকে অনুব্রত, ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

গরুপাচার (Cow Smuggling) মামলার তদন্তে এবার আরও কঠোর পথে হাটল ইডি (ED)। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডির দাবি, গত ৭-৮ বছরে নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল। কোনওটা প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে। আবার কোনওটা মেয়ে সুকন্যার নামে। বুধবার ইডি অনুব্রত,তাঁর স্ত্রী ও মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, অনুব্রতের ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে অনুব্রত মণ্ডলের ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট তাঁর মেয়ের নামেও ছিল। সেই অ্যাকাউন্ট এখন ইডির দখলে। জানা গিয়েছে, তাঁর হিসেবরক্ষক মনীশ কোঠারির ২৫ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে ইডি। এর আগে সিবিআইও অনুব্রতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। এবার সেই পথে হাঁটল ইডি।

এদিন ইডির বাজেয়াপ্ত তালিকায় আছে বিপুল পরিমাণ জমি। শিব-শম্ভু ও ভোলে ব্যোম  রাইস মিল-সহ আরও অনেক সম্পত্তি। অনুব্রতের অস্থাবর সম্পত্তির দিকেও নজর ইডির।

12 months ago
Meeting: কেবল ১০ মিনিট, গ্রেফতারির পর বাবা-মেয়ের প্রথম মুলাকাত তিহারে

সম্প্রতি বাবা, মেয়ে ও তার পরিবারের সিএর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি (ED)। ইডির কৃপায় জেলে (Jail) আছেন তিনজনই। একই জেলে আছেন বাবা ও মেয়ে অর্থাৎ অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ও তাঁর কন্যা সুকন্যা মন্ডল (Sukanya Mondal)। একই জেলে থাকলেও গ্রেফতারের পর অনুব্রত মন্ডলের সঙ্গে একবারও দেখা হয়নি সুকন্যা মন্ডলের। মেয়ের গ্রেফতারীর পর অবশ্য প্রতিক্রিয়া দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আমার মেয়েকে গ্রেফতারী ঠিক নয়।

শনিবার অনুব্রত ও তাঁর কন্যার অনুরোধে, অনুব্রত মন্ডলের সঙ্গে সুকন্যা মন্ডলের ১০ মিনিটের জন্য দেখা করার অনুমতি দেয় ইডি। অনুব্রত মণ্ডল পূর্বেই জানিয়েছিল শনিবার মেয়ের সঙ্গে দেখা হবে। এদিন মেয়ের সঙ্গে দেখা করে বেরোনোর পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞেস করা হয়, তাঁদের কথোপকথনের বিষয়ে। সে বিষয়ে অবশ্য অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মন্ডল কেউই মুখ খোলেননি। 

সম্প্রতি ইডির চার্জশিটে, ইডি জানিয়েছে অনুব্রত কন্যা সুকন্যার আয় বলতে শিক্ষকতার টাকাই ছিল। শিক্ষকতার টাকা ছাড়া বাদবাকি সবই বাবা অনুব্রত মন্ডলের আঙ্গুলি হিলনীতেই হয়েছে। পাশাপাশি সুকন্যার গ্রেফতারীর পর প্রথমবার জামিনের জন্য আবেদন করা হয় দিল্লির রাউস এভিনিউ আদালতে। কেষ্টকন্যা সুকন্যা মন্ডলের এই আবেদন আগামী ১২ তারিখ শুনানি হবে বলে সূত্রের খবর।

12 months ago
Anubrata: গরু পাচারের সমস্ত টাকা নিজের নামেই করেছেন কেষ্ট মন্ডল, চার্জশিটে দাবি ইডির

কেউ সচরাচর দুর্নীতির (Scam) টাকা নিজের নামে রাখেন, কিংবা কেউ ওই টাকায় বেনামি সম্পত্তি করেন। কিন্তু অনুব্রত মন্ডল (Anubrata Mondal) তা করেননি। ইডির দেওয়া চার্জশিটে ইডি (ED) জানাচ্ছেন, গরু পাচারের সমস্ত টাকা নিজের নামে ও পরিবারের নামেই করেছিলেন অনুব্রত মন্ডল। তাঁর লোকলস্কর কম ছিল না। সংগঠনের কাজে ব্লক স্তরের নেতাদের ভরসা করলেও অপরাধের টাকার ব্যাপারে কারও উপর আস্থা রাখেননি অনুব্রত মণ্ডল। বেনামীদের অ্যাকাউন্টে না রেখে সব জড়ো করেছিলেন নিজের নামে। ইডি চার্জশিটে উল্লেখ করেছে, গরু পাচারের ৭৭ কোটি ৫৬ লক্ষ টাকার সম্পত্তি করেছেন কেষ্ট মণ্ডল।

এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী হিসাব এটাই। প্রথমে ইডি জানিয়েছিল ২৯ কোটি টাকার হিসাব। তারপর আরও ৪৮ কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ মিলেছে বলে ২০৪ পাতার সাপ্লিমেন্টরি চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই ৪৮ কোটি টাকা কোন কোন খাতে অনুব্রত ঢুকিয়েছেন নিজের পকেটে তারও একটা হিসাব দিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উল্লেখ করেছে, ১২ কোটি ৮০ লক্ষ টাকার বেশি ক্যাশ ডিপোজিট হয়েছিল অনুব্রতর অ্যাকাউন্টে। তাঁর মেয়ে ও স্ত্রীর নামে যেসব সংস্থা রয়েছে সেগুলির নামে সম্পত্তি কেনা হয়েছে ২০ কোটি ৭৭ লক্ষ টাকার। সেই সংস্থাগুলি থেকে লভ্যাংশ হিসাবে অনুব্রত পেয়েছেন পাঁচ কোটি টাকার বেশি। বেনামী অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ছ’কোটি টাকা। লটারিরও বিপুল টাকা ঢুকেছিল তাঁর অ্যাকাউন্টে।

গরু পাচারের কাঁচা নগদ সহযোগীদের দিয়ে নিজের অ্যাকাউন্টে ব্যাঙ্ক মারফত নিতেন অনুব্রত। ইডি দাবি করেছে, অনুব্রত যে সব কায়দা নিয়েছিলেন তা অভিনব। তবে অনেককে ব্যবহার করলেও খুব বেশি টাকা তাঁর ঘনিষ্ঠদের নামে নেই। সবটাই তিনি নিজের ভাণ্ডারে জড়ো করেছিলেন। চার্জশিটে ইডি আরও বলেছে, ২০১৭-১৮ সাল নাগাদ তাঁর ঘনিষ্ঠ কিছু লোকের নামে অনুব্রত টাকা রাখলেও ২০১৯ সাল থেকে আর ঝুঁকি নেননি। নগদ, জমি, রাইস মিল কেনা—যা করেছেন সব নিজের, স্ত্রীর ও মেয়ের নামেই করেছেন।

12 months ago


Sukanya: বাবার অনুমতিতেই সব সই! তবে কি নিজের নামের বিপুল সম্পত্তির কথা জানতেন না সুকন্যা

বাবা যেখানে বলতেন, সেখানেই সই করে দিতাম। ইডির (ED) কাছে এমন জানিয়েছেন অনুব্রতর (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। এরফলে বাবার সঙ্গে মেয়ের বক্তব্যের তালমিল খুঁজতে গিয়ে হিমশিম খেয়েছে ইডির আধিকারিকরা। ইডির চার্জশিটে এবার নাম এসেছে সুকন্যার। পেশায় সাধারণ স্কুল শিক্ষিকা। অথচ তাঁর নামে অ্যাকাউন্টে বিপুল অর্থ! কোথা থেকে এল সঙ্গতিহীন টাকা? বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সুকন্যা মণ্ডল ইডির এই প্রশ্নের জবাবে যা বলেছেন, তার সঙ্গে বিস্তর ফারাক খুঁজে পাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উঠে এসেছে সেই অসঙ্গতির বিবরণও।

ইডির দাবি, সুকন্যা জেরায় জানিয়েছেন, তিনি একটি স্কুলে শিক্ষিকার চাকরি করেন। সেই বাবদ প্রাপ্ত বেতনই তাঁর আয়ের একমাত্র উৎস। কিন্তু তদন্তে উঠে এসেছে আরও একাধিক ফার্ম এবং সংস্থায় শেয়ারহোল্ডার হিসাবে নাম রয়েছে অনুব্রতের কন্যার। ইডির এই প্রশ্নের জবাবে সুকন্যা দাবি করেছিলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। সবই জানেন তাঁর বাবা, অনুব্রত মণ্ডল।

পাশাপাশি ইডির চার্জশিটে সুকন্যাকে উদ্ধৃত করে আরও দাবি করা হয়েছে যে, তিনি বাবার কথাতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফর্ম-সহ বিভিন্ন নথিপত্রে সই করতেন। মেসার্স এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেড নামে সংস্থার মালিক হিসাবে নাম রয়েছে সুকন্যার। সুকন্যা তদন্তকারীদের জানিয়েছেন, এ ব্যাপারে কিছুই জানা নেই তাঁর, বাবা জানেন। এ ছাড়া ভোলেবোম রাইস মিল নিয়েও কিছু জানেন না বলে ইডিকে জানিয়েছেন অনুব্রত-কন্যা। তাঁর জানা নেই, রাইস মিলের ডিরেক্টর এবং ম্যানেজার কে। তবে ইডিকে সুকন্যা জানিয়েছেন, এ ব্যাপারে তাঁর বাবা কিছু জানলেও জানতে পারেন।

12 months ago
Sukanya: আপাতত বাবার কোলেই ফিরলেন মেয়ে, সুকন্যার ১২ দিনের তিহাড় বাসের নির্দেশ আদালতের

বাবার কোলেই ফিরলেন মেয়ে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মতো কন্যা সুকন্যা মণ্ডলও (Sukanya Mondal) আপাতত তিহাড় (Tihar) জেলেই থাকবেন। রবিবার তাঁকে ১২ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস এভিনিউ আদালত। গরু পাচার মামলায় অভিযুক্ত সুকন্যা। ভার্চুয়াল মাধ্যমে তাঁকে দিল্লির আদালতে হাজির করানো হয়েছিল। সেখানেই তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হল।

গত বুধবার গরু পাচার মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হন তিনি। গ্রেফতারির পর শনিবার পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয় তাঁকে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। এই গরু পাচার মামলায় সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত-কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তারপরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত খোঁজখবর জানতে সুকন্যাকেও তলব করেছিল ইডি। গত মার্চ মাসেই তাঁকে এক বার তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা এড়ান। তার আগের বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা বেশ কিছু দিন সময় চেয়েছিলেন। তৃতীয় বারও তিনি ইডির তলব এড়ান। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়, সুকন্যা শারীরিক ভাবে অসুস্থ।

সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। বোলপুরে তাঁর মালিকানায় প্রচুর জমিজমা রয়েছে। ব্যাঙ্কে ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজ়িটও রয়েছে সুকন্যার। এই সম্পত্তি হিসাব বহির্ভূত বলে দাবি ইডির। গরু পাচারকাণ্ডের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। ইডি দাবি করে, বিপুল সম্পত্তি নিয়ে কেষ্ট-কন্যার কাছে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সদুত্তর দেননি। তিনি জানিয়ে দেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি এখন ইডি হেফাজতে) দিতে পারবেন। ইডি সূত্রে খবর, ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়।


12 months ago


Custody: চোখে মুখে কাঁদো-কাঁদো ভাব! ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ কেষ্ট কন্যা সুকন্যার

অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) কে তিনদিনের ইডি (ED) হেফাজত দিল আদালত। বুধবার রাতে জেরা করার সময় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় অনুব্রত কন্যাকে। বৃহস্পতিবার তাঁকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় ওই আদালত।

প্রসঙ্গত গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ ই আগস্ট গ্রেপ্তার হয় তাঁর বাবা অনুব্রত মণ্ডলকে। এরপর ইডি এ ঘটনার তদন্ত করে জানতে পারে, সুকন্যার নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার হদিসও পায় ইডি। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়, কিন্তু সেই হাজিরা বারবার বিভিন্ন অছিলায় এড়িয়ে ছিলেন তিনি। এরপর বুধবার ইডির দিল্লির দফতরে হাজারে দিতে যায় সুকন্যা মন্ডল, সেখানেই জেরায় অসঙ্গতি পেয়ে পিএমএলএ ৩ অ্যাক্টে তাঁকে গ্রেফতার করা হয়।

12 months ago
Sukanya: গ্রেফতারি জেনেই কি হাজিরা এড়াচ্ছিলেন! হাজির হতেই ইডির জালে অনুব্রত কন্যা

গরু পাচার (Cattle Smuggling) মামলায় বাবাকে পূর্বেই গ্রেফতার করেছিল ইডি (ED)। বুধবার রাতে অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতার করে ইডি। বারবার হাজিরার নির্দেশ অমান্য করেন সুকন্যা। গ্রেফতারি নিশ্চিত জেনেই কি হাজিরা এড়াচ্ছিলেন অনুব্রত কন্যা, এ প্রশ্নও উঠছিল বারবার। বুধবার ইডির দিল্লির অফিসে হাজিরা দিতে যান সুকন্যা মণ্ডল। তাঁকে জেরা করে কিছু অসঙ্গতি মেলায় সুকন্যাকে গ্রেফতার করে ইডি। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করবেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, সুকন্যার কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ তথ্যাকারে আদালতকে জানাবে ইডি। 

চাকরিতে প্রভাব খাটানো থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি, নানা অভিযোগ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। গরু পাচার মামলায় সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের পরেই বুধবার সন্ধ্যায় দিল্লিতে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অভিযোগ, সুকন্যা তদন্তে অসহযোগিতা করেছেন। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে ব্যাঙ্কে কোটি কোটি টাকা গচ্ছিত আছে। এর পাশাপাশি, ওই সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রতের নামে বোলপুরে ২৪০ কাঠা জমি রয়েছে। আর তাঁর কন্যা সুকন্যার নামে রয়েছে ১২০ কাঠা জমি! বোলপুর পুর এলাকার মধ্যেই এই বিপুল পরিমাণ জমি আছে বলে ইডি সূত্রে খবর। বর্তমান বাজারদর অনুযায়ী, এই জমির আনুমানিক মূল্য ২৫ কোটি ২০ লক্ষ টাকা। আগেই বীরভূমের বোলপুরে অনুব্রতের নামে ২৪০ কাঠা জমির কাগজ প্রকাশ্যে এসেছিল। এ বার সুকন্যার নামে ১২০ কাঠা জমি সংক্রান্ত সরকারি নথিও প্রকাশ্যে আনতে চলেছে ইডি।

বোলপুর পুর এলাকায় প্রত্যেক কাঠা জমির আনুমানিক দাম অন্তত ৭ লক্ষ টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রতের ২৪০ কাঠা ও তাঁর মেয়ে সুকন্যার ১২০ কাঠা জমির আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি ২০ লক্ষ টাকা। আর এই কোটি কোটি টাকার সম্পত্তিই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। বৃহস্পতিবার সুকন্যাকে আদালতে পেশ করার সময় ইডি এই নথিও প্রকাশ্যে আনতে পারে। ইডি সূত্রের খবর, গরু পাচারের টাকা বিনিয়োগ করতেই এই জমিগুলি কেনা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, বেশির ভাগ জমিই ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। যা থেকে তদন্তকারীদের অনুমান, অবৈধ উপায়ে পাওয়া টাকা বিনিয়োগ করার জন্যই জমিগুলি কেনা হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ১২০ কাঠা জমির বাইরে শিবশম্ভু রাইস মিলেও রয়েছে অনুব্রত-কন্যার জমি।

one year ago
Sukanya:বাবার পর এবার মেয়ে, গরু পাচার-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার সুকন্যা

ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় বেশ কয়েকবার তলব করা হয়েছিল অনুব্রত কন্যাকে। কিন্তু বিভিন্ন অছিলায় বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। এবার বুধবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। গত বছর ১১ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হয় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বাবার গ্রেফতারির ৮ মাসের মাথায় গ্রেফতার অনুব্রতর মেয়ে। ইতিমধ্যে তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত।

আসানসোল জেলে ফিরে আসার জন্য দিল্লি হাইকোর্টে দায়ের অনুব্রতর আবেদন নিম্ন আদালতে ফিরিয়ে দেওয়া হয়েছে।  এদিকে, বুধবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন সুকন্যা। তাঁকে দফায় দফায় জেরার পরেই গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা।

one year ago


Birbhum: অনুব্রতহীন বীরভূমে আবার শাসক শিবিরে ভাঙন, তৃণমূল-বিজেপি ছেড়ে সিপিএমে যোগ

একদিকে যখন গোষ্ঠীদ্বন্ধ, অন্যদিকে তখন দলে ভাঙ্গন। যখন অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূম সামলাতে হিমশিম তৃণমূল (TMC) সুপ্রিমো, ঠিক তখনিই অনুব্রতহীন জেলায় আবার শাসক শিবিরে ভাঙন। বুধবার সকালে বীরভূমের লাভপুরে তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিপিএমে (CPIM) যোগ দিল ১০০-র বেশি পরিবার। হাতিয়া অঞ্চলের পাঁচটি গ্রাম থেকে এসে লাভপুরের তরুলিয়া হাটে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে এই পরিবারগুলি সিপিএমে যোগ দেয়।

বর্তমানে জেলবন্দি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে দলকে ভাঙনের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে শাসক শিবির। অনুব্রতের গরহাজিরে পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী গেরুয়া শিবিরও বীরভূমকে পাখির চোখ করে ময়দানে নেমেছে। কিন্তু তার মধ্যেই তৃণমূল এবং বিজেপি ছেড়ে বহু পরিবারের সিপিএমে যোগদান দুই দলেরই জেলা নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে বলে সূত্রের খবর।

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করা আব্দুল আলিম বলেন, ‘তৃণমূলের দুর্নীতির কারণে আমরা তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলাম। আমরা তৃণমূলের কর্মী ছিলাম। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের কিছু বলতে গেলেই জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হত। তার জন্য আমরা প্রায় একশোর বেশি পরিবার সিপিএমে যোগদান করলাম।’

এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘তৃণমূল এবং বিজেপি দুই দলের দুর্নীতিতে মানুষ ক্ষিপ্ত। সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেই লোকে আমাদের দলে যোগদান করছে। শুধু লাভপুরে নয়, পুরো বীরভূমেই আমাদের দলে বহু মানুষ অন্য দল ছেড়ে যোগদান করবে।’

যদিও এই পরিবারগুলির তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়াকে বিশেষ আমল দিতে রাজি নয় তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘যাঁরা তৃণমূল করে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়ে দল করে। তাই দল ছেড়ে তাঁরা যাবেন না। যাঁরা দল ছাড়ছেন তাঁরা হলেন সেই সুবিধাবাদীরা যাঁরা বিধানসভা নিবার্চনের আগে আগে বিজেপিতে গিয়েছিলেন আর এখন আবার সিপিএমে যাচ্ছেন। এতে আমাদের দলের কোনও ক্ষতি হবে না।’

one year ago
Sukanya: পেট ব্যথার দোহাই দিয়ে তৃতীয় বার ইডির হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা

পেটে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে (Hospital)। এবার ওই পেট ব্যথার দোহাই দিয়েই ইডির হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা (Anubrata Mondal)। এই নিয়ে তিনবার হাজিরা এড়ালেন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। সোমবারই সুকন্যাকে দিল্লির ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু গত দু’বারের মতো এ বারেও তিনি যাননি। কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা বলেছেন সুকন্যা।

অনুব্রতকে হেফাজতে নেওয়ার পর তদন্ত করে, অনুব্রত কন্যা সুকন্যার বিষয়ে অনেক চাঞ্চল্যকর তথ্যের নাগাল পান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত খোঁজখবর জানতে সুকন্যাকেও তলব করে ইডি। গত মার্চ মাসেই এক বার তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা এড়ান। তার আগের বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা বেশ কিছু দিন সময় চেয়েছিলেন। তৃতীয় বারও তিনি ইডির তলব এড়ালেন। সূত্রের খবর, কয়েকদিন আগেই তিনি বোলপুর হাসপাতালে পেট ব্যাথা নিয়ে ভর্তি হন। দু'দিন চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছর অগাস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সদুত্তর দেননি। তিনি জানিয়ে দেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি এখন ইডি হেফাজতে) দিতে পারবেন। ইডি সূত্রে খবর, ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হয়।

one year ago


Sukanya: পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে সুকন্যা! দু'দিন পর ছাড়লো বোলপুরের নার্সিংহোম

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন বোলপুরের এক বেসরকারি নার্সিংহোমে। দু'দিন ভর্তি থাকার পর শনিবার ছুটি পান তিনি। পেটে টিউমার বা সিস্টের যন্ত্রণায় ভর্তি হয়েছিলেন সুকন্যা (Sukanya Mondal) বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন পড়লে বোলপুরে (Bolpur) অপারেশন তিনি করাবেন না বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে সুকন্যা মণ্ডলকে আবার নতুন করে দিল্লিতে তলব করেছে ইডি। দিল্লির ইডি (ED) হাজিরা এড়াতেই কি নতুন পরিকল্পনা?

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পর গত একমাসে দু'বার সুকন্যাকে ইডি তলব করেছে। দু'বারই সমন এড়িয়েছেন তিনি। আগামি সপ্তাহে ফের একবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তলবের মধ্যেই সুকন্যার চিকিৎসাধীন হওয়ার মধ্যেই কৌশল দেখছে বিরোধী শিবির। চলতি মাসের প্রথমে একবার সুকন্যাকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু শেষ মুহূর্তে নোটিস হাতে পাওয়ায় তিনি হাজিরা এড়িয়েছেন, এমনটাই সূত্রের খবর।  


one year ago
ED: একমাসে দু'বার ইডি হাজিরা এড়ান অনুব্রত কন্যা, আগামি সপ্তাহে ফের তলব সুকন্যাকে

গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গত একমাসে দু'বার ইডি হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা। জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ সুকন্যা মণ্ডলকে ইডির (ED) দিল্লি অফিসে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল। সেই সমন নাকি সুকন্যা (Sukanya Mondal) হাতে পান ৩ এপ্রিল। স্বল্প নোটিশে তিনি দিল্লি পৌঁছতে পারবে না বলে হাজিরা এড়ান সুকন্যা মণ্ডল।

সূত্রের খবর, হাজিরার জন্য ফের নোটিশ পাঠানো হয়েছে সুকন্যা মণ্ডলকে। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ পেয়েছেন সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর সুকন্যাকে এই নিয়ে তিন বার তলব করলো কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে দু'বার হাজিরা এড়িয়েছেন সুকন্যা। এবার আগামী সপ্তাহের নোটিশে হাজিরা দেন কিনা সেটাই দেখার।

এদিকে, আসানসোল জেলে ফেরত আসতে চেয়ে ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও জুলাই পর্যন্ত সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। অর্থাৎ আগামি চার মাস তৃণমূল নেতাকে তিহারেই থাকতে হচ্ছে বলে খবর।

one year ago
Anubrata: আপাতত তিহারেই থাকতে হচ্ছে অনুব্রতকে, পিছলো জামিন মামলার শুনানি

আপাতত তিহারেই (Tihar Jail) থাকতে হচ্ছে বীরভূমের 'বেতাজ বাদশা' অনুব্রতকে। সূত্রের খবর, বুধবার অনুব্রতর জামিন মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে ২৭ জুলাই। অর্থাৎ প্রায় ৪ মাস পর। সুতরাং এখন প্রায় ৪ মাস তিহারে থাকতে হতে পারে কেষ্টকে।

গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে ১১ আগস্ট, কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছিলেন কেষ্ট মণ্ডল। সম্প্রতি তাঁকে তিহার জেলে থাকতে হচ্ছে। পাশাপাশি গরু পাচারের টাকার লেনদেনের যোগ পেয়ে বীরভূমের সিউড়ির আইসিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তদন্তে অসহযোগিতা করছেন আইসি মোহাম্মদ আলী বলেই দাবি ইডির।

পাশাপাশি তিহারে থাকতে কষ্ট হচ্ছে এবং আসানসোল জেলে ফিরতে চান বলে আদালতের কাছে অনুরোধ করেছিলেন তিনি। তিনি আদালতকে জানিয়েছিলেন তিনি আসানসোল জেলে থেকেই প্রয়োজনে ইডি আধিকারিকদের সহায়তা করবেন।

one year ago


Anubrata: তিহারে থাকতে চাই না, আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন অনুব্রতর

তিহারে (Tihar) থাকতে চান না বীরভূমের 'দোর্দণ্ডপ্রতাপ' কেস্ট মণ্ডল (Anubrata) । আসানসোলের (Asansol) বিশেষ সংশোধনাগারে ফিরে আসতে চেয়ে আবেদন জানান কেষ্ট। দিল্লির রাউস এভিনিউ আদালতে, কেস্ট মন্ডল এমনই আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, শনিবার অনুব্রত মন্ডল কোর্টের কাছে বলেছেন, তিহারে থাকতে অনেক রকম অসুবিধা হচ্ছে। অনেক পরিষেবা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি, তিনি আরও জানিয়েছেন আদালতকে , আসানসোল সংশোধনাগারে অনেক রকম সুবিধা মেলে, সে জন্যই তিনি জেল পরিবর্তনের আবদেন করেছেন।

গরু পাচার মামলায় ২০২২ সালে অগাস্ট মাসের ১১ তারিখ, সিবিআই তাঁকে তার বাড়ি, বীরভূম থেকে গ্রেফতার করে। তারপর তিনি ঘুরে ফেলেছেন আসানসোল, কলকাতা সহ দিল্লির জেল। কয়েকদিন আগে শুনানির পর, জামিন না মেলায়, অনুব্রতকে তিহারে যেতে হয়েছিল। আর শনিবার, তিহারে থাকতে চান না বলে আদালতে আবেদন করেছেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, অনুব্রত আসানসোল জেলে থেকে অনেক প্রভাব খাটাতে পারছিলেন, তথ্য প্রমান লোপাট হবার ভয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তড়িঘড়ি তাকে দিল্লি আনার বন্দোবস্ত করেন। আসানসোলে ঠিক কতটা সুবিধা মিলত অনুব্রতর, সেটা টের পেয়েই আসানসোলের জেল কর্তাকে ডেকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।

one year ago
Nanur: বীরভূম নিয়ে মমতার বৈঠকের পরই অনুব্রত অনুগামীকে মারে অভিযুক্ত কাজল শেখ

তবে কি নড়বড়ে কেষ্টহীন বীরভূম (Birbhum)? শনিবারের পর এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। পুলিস (Police) সূত্রের খবর, বীরভূম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরদিনই দলীয় কার্যালয়ের ভিতরে নানুরের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগে কাঠগড়ায় খোদ কাজল শেখ (Kajal Seikh)। এমনকি, একই অভিযোগ উঠেছে ব্লক সভাপতি তথা কাজল অনুগামী সুব্রত ভট্টাচার্যর বিরুদ্ধেও। অভিযোগ মারধর করে দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়া হয় ওই তৃণমূল নেতাকে৷ এ প্রসঙ্গে উল্লেখ্য, বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। এভাবেই তাঁর বিরুদ্ধে মারধর এবং গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠায় স্পষ্টতই কিছুটা ব্যাকফুটে শাসক দল। এমনটাই দাবি বিরোধী শিবিরের।

জানা গিয়েছে, দলীয় কার্যালয়ে রিঙ্কু চৌধুরীর সঙ্গে বচসা বাঁধে অন্য কর্মীদের৷ তারপরেই মারধর করা হয় বলে খবর। অভিযোগ, 'তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী। তাই তাকে দলীয় কার্যালয় থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক চলাকালীন কোর কমিটির সদস্য কাজল শেখকে কার্যত ধমকের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় কম কথা বলার নির্দেশ দিয়েছেন। তারপরেই কি এদিন গোষ্ঠীকোন্দল শুরু নানুরে? বড় প্রশ্ন বিরোধী শিবিরে। 

one year ago