
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন বোলপুরের এক বেসরকারি নার্সিংহোমে। দু'দিন ভর্তি থাকার পর শনিবার ছুটি পান তিনি। পেটে টিউমার বা সিস্টের যন্ত্রণায় ভর্তি হয়েছিলেন সুকন্যা (Sukanya Mondal) বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন পড়লে বোলপুরে (Bolpur) অপারেশন তিনি করাবেন না বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে সুকন্যা মণ্ডলকে আবার নতুন করে দিল্লিতে তলব করেছে ইডি। দিল্লির ইডি (ED) হাজিরা এড়াতেই কি নতুন পরিকল্পনা?
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পর গত একমাসে দু'বার সুকন্যাকে ইডি তলব করেছে। দু'বারই সমন এড়িয়েছেন তিনি। আগামি সপ্তাহে ফের একবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তলবের মধ্যেই সুকন্যার চিকিৎসাধীন হওয়ার মধ্যেই কৌশল দেখছে বিরোধী শিবির। চলতি মাসের প্রথমে একবার সুকন্যাকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু শেষ মুহূর্তে নোটিস হাতে পাওয়ায় তিনি হাজিরা এড়িয়েছেন, এমনটাই সূত্রের খবর।