
অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) কে তিনদিনের ইডি (ED) হেফাজত দিল আদালত। বুধবার রাতে জেরা করার সময় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় অনুব্রত কন্যাকে। বৃহস্পতিবার তাঁকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় ওই আদালত।
প্রসঙ্গত গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ ই আগস্ট গ্রেপ্তার হয় তাঁর বাবা অনুব্রত মণ্ডলকে। এরপর ইডি এ ঘটনার তদন্ত করে জানতে পারে, সুকন্যার নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার হদিসও পায় ইডি। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়, কিন্তু সেই হাজিরা বারবার বিভিন্ন অছিলায় এড়িয়ে ছিলেন তিনি। এরপর বুধবার ইডির দিল্লির দফতরে হাজারে দিতে যায় সুকন্যা মন্ডল, সেখানেই জেরায় অসঙ্গতি পেয়ে পিএমএলএ ৩ অ্যাক্টে তাঁকে গ্রেফতার করা হয়।