
গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গত একমাসে দু'বার ইডি হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা। জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ সুকন্যা মণ্ডলকে ইডির (ED) দিল্লি অফিসে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল। সেই সমন নাকি সুকন্যা (Sukanya Mondal) হাতে পান ৩ এপ্রিল। স্বল্প নোটিশে তিনি দিল্লি পৌঁছতে পারবে না বলে হাজিরা এড়ান সুকন্যা মণ্ডল।
সূত্রের খবর, হাজিরার জন্য ফের নোটিশ পাঠানো হয়েছে সুকন্যা মণ্ডলকে। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ পেয়েছেন সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর সুকন্যাকে এই নিয়ে তিন বার তলব করলো কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে দু'বার হাজিরা এড়িয়েছেন সুকন্যা। এবার আগামী সপ্তাহের নোটিশে হাজিরা দেন কিনা সেটাই দেখার।
এদিকে, আসানসোল জেলে ফেরত আসতে চেয়ে ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও জুলাই পর্যন্ত সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। অর্থাৎ আগামি চার মাস তৃণমূল নেতাকে তিহারেই থাকতে হচ্ছে বলে খবর।