
রোদের দাপট থেকে স্বস্তি রাজ্যবাসীর। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের প্রভাবে একধাক্কায় তাপমাত্রা (Temperature) অনেকটা নেমে গিয়েছিল। আজ অর্থাৎ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা (Weather) উর্ধ্বমুখী হবে। পাশাপাশি অস্বস্তিকর গরমও বজায় থাকবে। বিকেলের পর থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জন্য সাময়িকভাবে তাপমাত্রা নিম্নমুখী হলেও পরবর্তী সময়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতই বৃহস্পতিবার সন্ধের পর আকাশ কালো করে মেঘ করে আসে। তারপরেই তুমুল ঝড় শুরু হয় কলকাতা শহরে। বিকেল থেকেই একাধিক জেলায় চলছিল ঝড়-বৃষ্টি। তার দাপটে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। আজ, শুক্রবারও ঝড়-বৃষ্টি চলবে শহরে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া পূর্বাভাস হাওয়া অফিসের।
উল্লেখ্য, রবিবার থেকে ফের বাড়বে গরম। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাজেই রবিবার থেকে ফের গরমের দাপট বাড়বে। আবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।