রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করে। অরূপরতন পাবেন কিনা, জানা নেই। কিন্তু অবগাহন করতে তিনি ভালোবাসেন। তিনি বাঁকুড়ার সদানন্দ দত্ত। মাত্র ৪৫ মিনিটে ২০২২ ডুব দিয়ে অভিনব বর্ষবরণ বিষ্ণুপুরের সদানন্দের।
নতুন বছরে নতুন আশা, নতুন উদ্যম, নতুন সিদ্ধান্ত নেন অনেকেই। তা বলে এভাবে? হাড় কাঁপানো শীতের কনকনে ঠান্ডায় বিষ্ণুপুরের ইতিহাস প্রসিদ্ধ লালবাঁধের জলে ৪৫ মিনিটে ২০২২ টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। আর এই দৃশ্য পরতে পরতে উপভোগ করলেন বিষ্ণুপুর ও বিষ্ণুপুরে ঘুরতে আসা পর্যটকরা। করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করেন তাঁরা। প্রতি বছর এই চমক থাকে সদানন্দের, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এইভাবেই নতুন বছরকে বরণ করে রেকর্ড গড়তে চান সদানন্দ।
এই কাজে প্রশাসনিক সাহায্য চান বিষ্ণুপুরের বাসিন্দা এই যুবক। নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকরাও।
Live Tv | Calcutta News | লাইভ টিভি। ক্যালকাটা নিউজ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Sharechat এবং Instagram পেজ