
দুয়ারে রেশন প্রকল্পে বেনিয়মের অভিযোগ নবদ্বীপে। সিএন পোর্টাল থেকে প্রশ্ন করায় পালালেন রেশন ডিলার। নদিয়ার নবদ্বীপে দুয়ারে রেশনে গঙ্গার ধারে রেশন ডিলার এসেছিলেন ঠিকই, কিন্তু সংবাদ মাধ্যম দেখে যেন পালিয়ে বাঁচলেন। কিন্তু কেন?
স্থানীয় সূত্রে জানা গেছে, আঙুল ছাপ দিলেও দোকান থেকেই নিতে হবে রেশন সামগ্রী। এমনই অভিযোগ রেশন সামগ্রী নিতে আসা সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন। সেখানে বলা হয়েছিল, সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন সামগ্রী। কিন্তু সেই রকম ছবি দেখা গেল না নবদ্বীপে।
নবদ্বীপের এক রেশন ডিলার টোটো এবং হাতের ছাপ দেওয়া মেশিন নিয়ে গঙ্গার ধারে আসেন। রেশন উপভোক্তাদের অভিযোগ, এলাকার কয়েকজন, যাদের মধ্যে অনেকেই ওই রেশন ডিলারের ক্রেতা নয়, তাদের দাঁড় করিয়ে চলে ফোটো সেশন। উদ্দেশ্য একটাই, প্রমাণ রাখা যে দুয়ারে রেশন প্রকল্প চলছে। তারপর যারা ওই দোকানের ক্রেতা, তাদের বলা হয়, রেশন সামগ্রী মিলবে রেশন দোকান থেকেই। এখানে এসে শুধু ছবি তুলে যেতে হবে। বহু দূর থেকে এসে রেশন সামগ্রী না পেয়ে ক্ষুব্ধ উপভোক্তারা।
তবে সংবাদ মাধ্যমকে দেখে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন অভিযুক্ত রেশন ডিলার। কোনওক্রমে টোটো চেপে যেন পালিয়ে বাঁচলেন তিনি।
রেশন দুর্নীতিতে বহুবার সরব হয়েছে বিরোধীরা। ফের রেশন নিয়ে উপভোক্তাদের মধ্যে এক ধরনের সমস্যার সৃষ্টি। কীভাবে হবে সমাধান, উপায় খুঁজছেন গ্রাহকরা