
ফের আগ্নেয়াস্ত্র সহ (Firearms) ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত। ঘটনায় গ্রেফতার (Arrest) এক যুবক। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুজন শর্মা। কোচবিহার জেলার বাসিন্দা সে। তার থেকে উদ্ধার করা হয় অস্ত্রসহ ছয়টি কার্তুজ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের অধীন প্রধাননগর থানার পুলিস আধিকারিকরা এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তাকে গ্রেফতার করেছেন।
পুলিস সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার, রাতে অভিযানে নামে প্রধাননগর থানার পুলিস। অভিযান চালানো হয় চম্পাশরি এলাকায়। অভিযান চালিয়ে ওই এলাকায় একটি দোকানের সামনে থেকে এক যুবককে আটক করে তল্লাশি চলানো হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ ছয় রাউন্ড কার্তুজ। এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিস। ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয়। খতিয়ে দেখা হচ্ছে ওই যুবক সঠিক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিল। ধৃতের কী উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।