
টাকা দিয়ে পেট্রোল কিনে মিলছে জল! ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে নষ্ট হচ্ছে বাইকের যন্ত্রাংশ, এমনই অভিযোগে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, পাম্পের সামনে এমন নোটিসও ঝোলানো রয়েছে। রায়গঞ্জের প্রায় সবকটি পেট্রোল পাম্পেই এখন ইথানল মিশ্রিত পেট্রোল। আর তাতেই ভুক্তভোগী সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সকলে। ঘটনায় পেট্রোলিয়াম মন্ত্রকে অভিযোগ জানিয়েছেন এলাকার সাংসদ।
জানা যায়, রায়গঞ্জের প্রতিটি পেট্রোল পাম্পেই নোটিস দেওয়া রয়েছে যে, পেট্রোলে রয়েছে ইথানল। যা কিনা কোনওভাবে জলের সংস্পর্শে এলেই সম্পূর্ণ জলে পরিণত হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ীই তেল কোম্পানিগুলিতে এভাবে ইথানল মেশানো হচ্ছে বলে দাবি স্থানীয় এক অংশের। কিন্তু ইতিমধ্যেই মোটর বাইকে সমস্যা দেখা দিচ্ছে। ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে বাইকের ট্যাঙ্কি ফুটো হয়ে যাওয়া, স্টার্টিং সমস্যা, চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া বা ইঞ্জিনের নানান সমস্যা ধরা পড়ছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই শহরের মোটর মেকানিকদের দোকান বা ওয়ার্কশপগুলিতে একই সমস্যা নিয়ে হাজির হচ্ছেন অনেকেই। দিন কয়েকে আগে বাইকের ট্যাঙ্কি থেকে জল বেরিয়েছে বলে দাবি। আর এই জলের কারণে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। একদিকে শতাধিক মূল্যে কিনতে হচ্ছে পেট্রোল, অন্যদিকে এভাবে তেল জলে পরিণত হয়ে তা ইঞ্জিনের ক্ষতি করছে। এখন এই দ্বিমুখী সমস্যায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা।
অপরদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, তেল কোম্পানির তরফেই ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে এবং তা সামান্য জলের সংস্পর্শে এলে জলে পরিণত হবে। আর তাতে ইঞ্জিনের ক্ষতি হলে পাম্প কর্তৃপক্ষ যে দায়ী থাকবে না, এমন সাবধানতা উল্লেখ করে নোটিসও দেওয়া রয়েছে। আর তাই তাঁরা এসব থেকে দায়মুক্ত বলে জানান।
অথচ ১০৬ টাকা প্রতি লিটার মূল্যে পেট্রোল নিয়ে তা যদি জলে পরিণত হয়, তা থেকে যদি ইঞ্জিনের ক্ষতি হয়, তাহলে এই সিদ্ধান্ত কেন? দায় তাহলে কার? সাধারণ মানুষদের এমন সমস্যায় ফেলে কোনও কি বিশেষ কি লাভ হচ্ছে?