
রাস্তা থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হায়নার (Hyena) মৃতদেহ উদ্ধার (Dead Body)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) তালডাংরায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান তাঁরা। গাড়ির ধাক্কাতেই হায়নার মৃত্যু হয়েছে, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান বন দফতরের কর্মীদের।
মনে করা হচ্ছে, খাবারের খোঁজে অথবা নতুন বাসস্থানের খোঁজে হায়নাটি এসে পড়েছিল তালডাংরার জঙ্গলে। এলাকা নতুন হওয়ায় ওই এলাকার পরিবেশের সঙ্গে তেমন পরিচিতি ছিল না হায়নাটির। তাই রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কাতেই ওই হায়নাটির মৃত্যু হয়ে থাকতে পারে বন দফতরের দাবি, হায়নাটির মর্মান্তিক মৃত্যু বেদনাদায়ক হলেও তালডাংরা ও পার্শ্ববর্তী জঙ্গলে হায়নার আগমন প্রমাণ করছে ওই জঙ্গলের বাস্তুতন্ত্র ভালো হয়েছে।
বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমান্তবর্তী বিভিন্ন জঙ্গলে বিভিন্ন সময় হায়নার উপস্থিতি লক্ষ্য করা গেলেও তালডাংরা লাগোয়া জঙ্গলে হায়নার দেখা মেলেনি। তালডাংরা থেকে পাঁচমুড়ার রাস্তায় এই হায়নার মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রমাণ হল, তালডাংরা জঙ্গলেও হায়নার বসবাস রয়েছে। হায়না একা থাকে না তাই বন দফতরের ধারণা, তালডাংরা ও আশপাশের জঙ্গলে আরও একাধিক হায়না রয়েছে।