
নিউটাউনের (New town) এক বহুতলের চোদ্দ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। জানা গিয়েছে আত্মঘাতী ওই কর্মীর নাম রাজর্ষি দত্ত, বয়স ৩৪ বছর। নিউটনের টাটা ইডেন কোর্টের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনার তদন্তে রয়েছেন নিউটাউন টেকনো সিটি (Techno city) থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, নিউটাউনের ইডেন কোর্ট বিল্ডিংয়ের চোদ্দ তলায় ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতেন রাজর্ষি। শিলিগুড়ির বাসিন্দা তিনি, টিসিএস-এ কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে একটি আওয়াজ পেয়ে ছুটে গিয়ে নিরাপত্তারক্ষীরা দেখে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন। তড়িঘড়ি টেকনো সিটি থানায় ফোন করলে পুলিস এসে যুবককে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিসের অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। প্রায় ছয় মাস আগে ওই যুবকের বাবাও মারা যান। সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। তবে এর পিছনে আরও কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিস। কী কারণে এই আত্মহত্য়া তা খতিয়ে দেখছে পুলিস।