
একইসঙ্গে পরপর তিনটে বাড়িতে চুরির ঘটনা। ১০ ভরি সোনা-সহ নগদ ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার অন্তর্গত যোগেশগঞ্জ গ্রামের ঘটনা। ঘটনাস্থলে হেমনগর থানার পুলিস বাহিনী। ইতিমধ্যেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন হেমনগর থানার পুলিস।
অভিযোগকারীরা জানান, 'বুধবার রাতে গ্রামের নিকটবর্তী একটি হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে বাড়ির সব সদস্যই কীর্তন শুনতে গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা চুরি করে। কীর্তন শুনে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির দরজা-সহ আলমারি ভাঙা অবস্থায় পড়ে। চুরি হয়ে গিয়েছে বাড়ির থালা-বাসন হাড়ি ও পিতলের কলসি-সহ ১০ ভরি সোনা ও নগদ ৩ লক্ষ টাকা। তখনই খবর দেওয়া হয় হেমনগর থানার পুলিসকে।'
এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিস। তবে কে বা কারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তা খতিয়ে দেখছে পুলিস।