
কলে জল (Water) নয় পড়ে বালি আর কাদা। একদিকে যেমন তীব্র দাবদহ (Heat wave) তেমন অন্যদিকে জলের অভাব। জলসংকটে ভুগছে বাঁকুড়া (Bankura) ওন্দা ব্লকের দামোদরবাটি গ্রামের একটা অংশ। এই তীব্র গরমে পানীয় জলের প্রবল সংকটে নাজেহাল বাসিন্দারা।
কল আছে তবে সেই কলে জলের বদলে বের হয় কাদা আর বালি। পাইপ লাইন থেকেও না থাকা। যার কারণে অসহায় হয়ে এই প্রবল গরমে পানীয় জল আনতে গ্রামবাসীদের ছুটতে হচ্ছে এক কিমি দূরে থাকা নলকূপে। এই নলকূপই এখন বড় ভরসা বাঁকুড়া ওন্দা ব্লকের দামোদরবাটি গ্রামের একটা অংশের মানুষের। প্রশাসন স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও হয়নি কোন সমাধান। এই গরমে পানীয় জলের পরিষেবা না পেয়ে এবার ব্যাপক ক্ষোভ জমছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়দের দাবী, এই প্রচন্ড গরমের মধ্যেও প্রয়োজনীয় পানীয় জলটুকু পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে প্রায় দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রতিদিন জল আনতে যেতে হয়। কারণ জলই জীবন জল ছাড়া মানুষ বাঁচবে কীভাবে? পঞ্চায়েতে জলসংকটের কথা জানানো হলে সেখান থেকে কল ঠিক করে দেওয়া আশ্বাস দেওয়া হয়। এবার দেখার বিষয় কবে জলের সমস্যার সমাধান মেলে।