
মঙ্গলবার লটারি খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নদিয়ার শান্তিপুর শহর। শুরু হয় বচসা, এরপর হাতাহাতি। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে এসে হাজির হয় শান্তিপুর থানার পুলিস বাহিনী। চক্রান্তের অভিযোগ তোলেন টিকিট ক্রেতারা।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর শুরু হয় শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মেজ গোপাল পাড়ায় লটারী খেলা। প্রথম দিকে সমস্ত কিছু ঠিক চললেও পড়ে এই খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেই। সামাল দিতে তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলায়।
টিকিট ক্রেতাদের কাছ থেকে জানা যায়, ২০০০ টিকিট কর্তৃপক্ষ আত্মগোপন করেছিল খেলা শুরুর আগেই। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন টিকিট ক্রেতারা। জবাব চাইলে উত্তর দিতে নারাজ কর্তৃপক্ষ। এরপরই পরিস্থিতি বিগরায়। শুরু হয় কথা-কাটাকাটি। এক-দু কথায় হাতাহাতিতে পৌঁছয় তা।
অন্যদিকে গোপন সূত্রে জানা যায়, এই খেলার কোনও পুলিসি পারমিশন ছিল না। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ চার ঘণ্টা ধরে প্রচুর মানুষের ভিড়ে অবরোধ থাকে। তবে এই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস।