
সন্তানসম্ভাবা স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Murder)। পেটে ও পিঠে ছুরি মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় সামসেরগঞ্জ থানার পুলিস (Samsherganj Police)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শাহ আলমকে আটক করেছে সামসেরগঞ্জ থানার পুলিস। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, রবিবার বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম মোসলেমা খাতুন (১৯)। বছর খানেক আগেই ব্যাঙডুবি গ্রামের শাহ আলমের সঙ্গে বিয়ে হয় তাঁর। শাহ আলম পেশায় একজন কসাই।
গৃহবধূর বাবার অভিযোগ, সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হত। যদিও সংসার ঠিকভাবেই চলছিলো তাঁদের। রবিবার দুপুরে শ্বশুর বাড়িতে আসে স্বামী শাহ আলম। সেই সময়ই বাড়ির বাইরে বিড়ি বাঁধছিলো তাঁর মেয়ে মোসলেমা। অভিযোগ, হঠাৎই পিছন থেকে তাঁর মেয়ের পিঠে ও শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করে জামাই শাহ আলম। চিৎকার চেঁচামেচি হওয়ায় পালানোর চেষ্টা করে জামাই। তবে শেষ পর্যন্ত গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় শাহ আলম। তারপরই পুলিসে খবর দেওয়া হয়।