
বুধবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কায় সন্দেহভাজন তিনজনকে প্রথমে আটক করে ফরাক্কা থানা। তারপর তল্লাশি চালিয়ে তাঁদের থেকে উদ্ধার হয় ৪০ গ্রাম ব্রাউন সুগার। মাদক উদ্ধারের পরেই তাদের গ্রেফতার করে ফরাক্কা থানায় নিয়ে আসে পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম অভিষেক ভাস্কর, মোহাম্মদ আমির খান, নবীন রজক।
প্রত্যেকের বাড়ি বিহারের ভাগলপুরে। ধৃতদের হেফাজতে পাঠিয়েছে জঙ্গিপুর আদালত। আর এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে, তা তদন্ত করছে ফরাক্কা থানার পুলিস।