
এক মাসের মধ্যেই কি রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election)! এই আশঙ্কাই দেখা দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের বৈঠকে। সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় সেই সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করতে চলেছেন রাজ্যে নির্বাচন কমিশন।
রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্ক রয়েছেই। দীর্ঘ কয়েক মাস ধরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এরই মধ্যে ২৮ শে মে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একটা বড় প্রশ্নের মুখে পড়েছিলে পঞ্চায়েত ভোট। এছাড়া বিরোধী দলনেতার আদালতে মামলা তো ছিলই। এরই মধ্যে গতকাল অর্থাৎ বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পদে বসেন রাজীব সিনহা। নির্বাচন কমিশনার পদে বসার পরই তিনি বলেছিলেন, রাজ্যই জানাবে পঞ্চায়েত নির্বাচন কবে। সেইমতো আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের সঙ্গে একটি বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। এরপরেই এক মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট সম্ভব কিনা বা হবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
এই সংক্রান্ত বিষয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করবেন রাজ্য নির্বাচন কমিশনার। এখন দেখার রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে আগামীতে পঞ্চায়েত ভোট নিয়ে কোন সুরাহা হয় কিনা। যদিও এই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হলে তবেই পঞ্চায়েত ভোট সমর্থন করব।