
স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজেছে শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জেলা। বুধবারও সকাল থেকে আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া (Weather) দফতর সূত্রে খবর, বুধবারও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
মঙ্গলবারের ঝড়ের তাণ্ডবে একাধিক জায়গা লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে গাছপালা। পুরুলিয়া, বাঁকুড়া শহরেও তাণ্ডব চালিয়েছে ঝড়। তার সঙ্গে তুমুল বৃষ্টিও হয়েছে। আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়।
বুধবার সকাল থেক আকাশের মুখ ভার। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। তবে আজও কলকাতা শহররে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
সন্ধের পর থেকেই কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি চলবে। দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।