
মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়া এলাকায় স্তূপাকার হয়ে পড়ে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প নির্মল বাংলার কয়েক হাজার বালতি। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বালতিগুলি পড়ে থাকার ফলে তার ওপর আগাছা জন্মে গিয়েছে। অথচ এই নির্মল বাংলার বালতি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা।
কিন্তু এই বালতিগুলি না পৌঁছনোর ফলেই স্তূপাকার হয়ে পড়ে নষ্ট হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন এই বালতিগুলি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে দেওয়া হল না। এ নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। শোনা যাক, কী বলছে তারা।
এই বিষয়ে মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক দুলালচন্দ্র দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।