
যত্রতত্র আবর্জনার স্তূপ। চায়ের কাপ থেকে শুরু করে জলের বোতল, কী নেই? রোজ কয়েকশো মানুষ ভিড় জমান এখানে। তবু হুঁশ নেই কারও। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার অন্তর্গত মহকুমা আদালত চত্বরের নিত্যদিনের ছবিটা এমনই।
আইনজীবীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারুইপুর আদালত চত্বর পুরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হয় না। যার জেরে নিকাশিনালা বন্ধ হয়ে গিয়ে বর্ষাতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। সমস্যায় পড়েন আদালতে আসা হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা। পরিষ্কার নেই বাথরুমও। বারুইপুর মহকুমা আদালত পুর এলাকাতে হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে চত্বর সাফাই করা হয় না, তা জানেন না আইনজীবীরাও। তবে এই বেহাল দশায় সমস্যায় বহু মানুষ। শুধু তাই নয়, সন্ধ্যা নামলেই কোর্ট চত্বরে বসে জুয়ার আসর। বলার কেউ নেই। প্রশাসনকে জানালেও মিলছে না সুরাহা, এমনটাই অভিযোগ।
তার উপর ইতিমধ্যেই গরম পড়ে গিয়েছে। এখন সবথেকে বেশি চাহিদা জলের। কিন্তু বারুইপুর মহকুমা আদালত চত্বরে পুরসভার পানীয় জলের পরিষেবাও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। কল আছে, কিন্তু জল নেই। পুর কর্তৃপক্ষের নজর নেই বলেই অভিযোগ।
এই অবস্থায় আইনজীবীরা দিশাহারা। রোজই এই আবর্জনা দিয়ে যেতে হচ্ছে তাঁদের। শুধু তাঁরা নয়, সমস্যায় কোর্টে আসা সাধারণ বিচারপ্রার্থীরাও। কবে পরিষ্কার-পরিচ্ছন্ন হবে কোর্ট চত্বর, কবেই বা মিলবে জলের সঠিক পরিষেরা? হুঁশ ফিরবে কি আদৌ! প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।