
গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র (Firing Arms) সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার (Arrest) করল পুলিস (Police)। বৃহস্পতিবার সকালে বসিরহাট থানার টাকি রোড সংলগ্ন মধ্যমপুর গুলাই চন্ডীর এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে ধৃতদের নাম, আবু বক্কর গাজী, রুহুল আমিন মৃধা, আবুল হামিদ মোল্লা, আব্দুল্লা মন্ডল। পুলিস আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পূর্বেও ছিনতাইয়ের অভিযোগ ছিল।
পুলিস সূত্রে খবর, টাকি রোড সংলগ্ন একটি আমবাগান এলাকায় চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে, ওই স্থানে বসিরহাট থানার আইসির নেতৃত্বে পুলিসের একটি দল অভিযান চালায়। অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ওই চার দুস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রসঙ্গে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং বলেন, 'অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড, সাইকেলের চেন সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম। বৃহস্পতিবার তাঁদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।'