
কখনও খুব রোদ, ঊর্ধ্বমুখী তাপমাত্রা (Temperature)। আবার কখনও এক ধাক্কায় ৪ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। এমনই আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা চলছে গোটা রাজ্যজুড়ে। কলকাতা (Kolkata) সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। রবিবার দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই আবহাওয়া আগামী দুদিন বজায় থাকতে চলেছে। বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তারপরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অন্যদিকে, সোমবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ১৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।