
বাস (Bus) ও দুধের গাড়ির মুখোমুখি সংঘর্ষ (Accident)। আহত বাস চালক ও খালাশি। রবিবার ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) কালপুর দক্ষিণ পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বনগাঁ থানার পুলিস। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় যশোর রোডে (Jessore Road)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বনগাঁ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। এরপর বাসটির কালপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি দুধের গাড়ি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুটো গাড়িই যশোর রোডের রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায়। সেই সময় বাসে ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে কয়েকজনের অল্পবিস্তর আঘাতও লেগেছে। গুরুতর আহত হয়েছেন বাসের চালক এবং খালাশি। তবে সুরক্ষিত বাস যাত্রীরা।