
মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কয়েক কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ। অভিযোগ উঠেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক (Bank) ম্যানেজার সহ কোষাধক্ষ্য এবং দুই সিএসপির বিরুদ্ধে। এই নিয়ে সোনামুখী বিষ্ণুপুর রাজ্য সড়কে বিক্ষোভ (Agitation) করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা।
জানা গিয়েছে, বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলির মধ্যে ৯১টি গোষ্ঠীর প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যার ফলেই বিক্ষোভে নামেন গোষ্ঠীর সদস্য মহিলারা। বিক্ষোভের জেরে আটকে যায় একাধিক গাড়ি ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, যাঁরা এই টাকা আত্মসাৎ করেছে, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সমস্ত টাকা ফেরত দেওয়া হোক।
এক বিক্ষোভকারী জানায়, গোষ্ঠীর সব টাকা আত্মসাত্ করেও তাঁদের উপরে লোনের বোঝা চাপানো হয়েছে। এমনকি প্রশাসনকে জানালেও কোনও সুরাহা না হওয়ায় এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।