
মগরাহাটের(Magrahat) ছায়া বিষ্ণুপুরে (Bishnupur)। আবারও কুপিয়ে জোড়া খুনের (Murder) চেষ্টা। মৃত এক। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। তাঁকে পাঠানো হয়েছে কলকাতার এক সরকারি হাসপাতালে।
অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন। দুই ভাইয়ের হাতে খুন দাদা। মৃত দাদা দেবাশিস পৌড়ে। আশঙ্কাজনক বৌদি পলি পৌড়ে। বিষ্ণুপুর থানার অন্তর্গত দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ঘটনা। এক কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দাদা দেবাশিস পৌড়ের সঙ্গে দুই ভাই আশিস পৌড়ে, ও দেবানন পৌড়ের।
অভিযোগ, শনিবার কাকভোরে দুই ভাই হামলা করেন দাদা ও বৌদির উপর ধারালো অস্ত্র দিয়ে। এলোপাথারি কোপাতে থাকে দাদা ও বৌদিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশিস পৌড়ের। আশঙ্কাজনক অবস্থায় পলি পৌড়েকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, ওই মৃত দাদাকে প্রাণের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি থানায় বারবার জানিয়েছিলেন। কিন্তু শেষমেশ কোনও সমাধানই হলনা। আর বৌদি বেঁচে রয়েছে দেখে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান তাঁরা বলে জানান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।