
ফের নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু (Drowing Death) হল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর থানার অন্তর্গত কাতলামরি পাঠান পাড়াগ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিস (Police)। স্থানীয়দের তৎপরতায় ইতিমধ্যেই দেহটি উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম উজ্জ্বল শেখ। তিনি কাতলামারি পাঠান পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনের মতো সোমবারও ওই যুবক সহ তিন জনকে নদীতে স্নান করতে দেখা যায়। তবে স্নান করতে করতে হঠাৎ তাঁদের মধ্যে একজন ডুবে যায়। তারপরেই বাকি দুজন স্থানীয়দের খবর দেন এবং তারপরেই নদীতে খোঁজ চালানো হয় তাঁর। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।