
ফের আদালতে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি ও লিপস অ্যান্ড বাউন্ডস মামলার শুনানিতে লিখিত বক্তব্য জমা দিতে বাড়তি আরও তিন দিন সময় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। যদিও তার আবেদনে সাড়া দেয়নি আদালত। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, আজকের মধ্যে সব পক্ষের লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা ছিল। ফলে আরও তিন দিন অতিরিক্ত সময় দেওয়া যাবে না। এর পরেই বুধবার দুপুরের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ঘোষ। অন্যদিকে এদিনই আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বুধবার বিকেলেই এই মামলার পরবর্তী শুনানি।
লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের যৌক্তিকতার মামলায় হাইকোর্টে পূর্ণ রিপোর্ট জমা দেয় CFSL কলকাতা। হাইকোর্টের নির্দেশ ছিল, CFSL রিপোর্ট ফাইলের পেনড্রাইভ থাকবে কলকাতা পুলিসে। ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির আগে সব পক্ষকে দিতে হবে হলফনামা। সেই নির্দেশ ইডির পক্ষ থেকে পালন করা হলেও অভিষেকের আইনজীবী ৩ দিনের অতিরিক্ত সময়ের জন্য আবেদ জানান। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিষেক মনু সিংভির আবেদনে সাড়া না দিয়ে বুধবার বিকেলের মধ্যেই লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন। দ্রুত শুনানির আর্জি জানান বিরোধী শিবিরের নেতারা।