
ফের বেপরোয়া লরির ধাক্কায় (Accident) মৃত্যু (Death) হল এক যুবকের। গুরুতর আহত (Injured) আরও এক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bangaon) থানার অন্তর্গত বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায়। এদিন রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিস (Police)। পুলিস দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। তবে অপর জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম সুমন বসাক এবং আহত যুবকের নাম দেবব্রত চৌধুরী। তাঁরা দু'জনেই শিমুলতলা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন বাইক আরোহী বনগাঁ টাউন হল মোড় এলাকা থেকে বনগাঁ মতিগঞ্জ মোড়ের দিকে যাচ্ছিলেন। তখনই উল্টো দিক থেকে আসা একটি লরি হঠাৎ বাইকের মুখোমুখি এসে ধাক্কা মারে। তারপরেই রাস্তায় ছিটকে পড়ে ওই দুই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারপরই পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে ওই দুই আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। তিনি বলেন, 'যে মারা গিয়েছে তাঁর পরিবারের যাতে আগামীতে কোনও সমস্যা না হয় তার জন্য আর্থিক সহায়তা করার ব্যবস্থা করছি। এমনকি যে গুরুতর আহত তাঁকেও আমরা কলকাতায় স্থানান্তরিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা নিচ্ছি।' এছাড়াও তিনি বলেন, 'পুলিস প্রশাসনকে বলব রাতের বেলা একটু কড়া নজরদারি চালাতে। অতিরিক্ত গতিতে যে গাড়িগুলি রাতের বেলা চলছে তাদেরকে ধরার ব্যবস্থা করতে।'