
মর্মান্তিক পথ দুর্ঘটনা (Accident)। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু (Death) হল এক যুবকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা (Deganga) থানার অন্তর্গত বেড়াচাঁপা-হাড়োয়া রোডের গড়পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। তবে ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম স্বপন মণ্ডল (২৪)।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সকালে মোটরবাইক চেপে হাড়োয়া রোড ষ্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন ওই যুবক। তখনই গড়পাড়া এলাকায় সামনে থেকে আসা একটি মোটরবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সে। আর ঠিক সেই সময়ই পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বালি বোঝাই ট্রাক পিষে দিয়ে চলে যায় ওই যুবককে। তাঁদের দাবি, ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিসে। তারপরেই স্থানীয়রা সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাঁকে বিশ্বনাথ পুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।