
রেলের সামনে মরণঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) এক মহিলা। ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bangaon) শিয়ালদহ শাখার হাবরা দুই নম্বর রেলগেট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবরা জিআরপি। দেহ (Death) উদ্ধার করে বনগাঁতে নিয়ে যান জিআরপি (GRP) কর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম শ্যামলী কুণ্ডু। অশোকনগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উঁচু কয়াডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। বুধবার সকালে মর্নিং ওয়াকের নামে বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। তারপরেই তাঁর এই আত্মঘাতীর খবর পৌঁছয় বাড়িতে। পরিবারের সদস্যদের দাবি, সুগার ও প্রেসারের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ওই মহিলা।
মৃতের দাদা মহাদেব দত্ত জানান, বুধবার সকালে চা খাওয়ার জন্য রেলগেটের সামনের একটি দোকানে যান তিনি। সেই সময়ই বোন শ্যামলী কুণ্ডুকে ওই রাস্তা দিয়ে যেতে দেখেন তিনি। কিছুক্ষণ তিনি তাঁর বোনের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরেই এমন ঘটনার খবর পান তিনি। তাঁর দাবি, পরিবারে কোনও অশান্তি ছিল না। শুধুমাত্র প্রেসার ও সুগারের সমস্যা ছিল তাঁর বোনের।