
বাগানে কাজ করতে গিয়ে ঝোপের আড়ালে থাকা বোমা বিস্ফোরণে (Bomb Blast) গুরুতর জখম এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার (Mathurapur PS) সন্তোষনগর কাদিরপাড়া এলাকায়। আহত ব্যক্তি লিয়াকৎ লস্কর (৬০)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, সন্তোষনগর কাদিরপাড়া এলাকার বাসিন্দা লিয়াকৎ লস্কর নিজের বাগানে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই ঝোপের মধ্যে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে বিকট শব্দ হয়। গুরুতর জখম হন লিয়াকৎ লস্কর।
বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান বাগানে সেখান থেকেই আহত অবস্থায় লিয়াকৎ লস্করকে উদ্ধার করা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মথুরাপুর থানার পুলিস। তবে কে বা কারা বাগানের মধ্যে বোমাগুলো লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে কিছুই জানেন না লিয়াকৎ লস্কর। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিস।
আহতের পরিবার জানিয়েছে, লিয়াকৎ মাঠে-ঘাটেই কাজ করতেন। কীভাবে এই বিস্ফোরণ তিনি জানেন না। এই ঘটনার সঙ্গে তাঁর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগ নেই।