
সদ্যোজাত শিশুর মৃত্যুকে (Death) কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে জয়নগর (Joynagar) থানার অন্তর্গত পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের (Hospital) বহির্বিভাগে নিয়ম মাফিক চিকিৎসক নেই। যথাযথ চিকিৎসার অভাবে প্রাণ হারায় সদ্যোজাত শিশু।
জানা গিয়েছে, শনিবার বারুইপুর থানার অন্তর্গত সীতাকুন্ডুর বাসিন্দা নুরবানু সরদার প্রসব যন্ত্রণা নিয়ে পদ্মার হাট গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। এরপর রবিবার ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে শিশুর শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। সোমবার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতির কারণে মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, রবিবার রাতে শিশুর শারীরিক সমস্যা দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ও নার্স-এর কাছে জানানো হলেও সঠিক পরিষেবা পাওয়া যায়নি। সেই কারণে শিশুর মৃত্যু হয়েছে। সকাল থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে। পাশাপাশি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগে নিয়ম মেনে চিকিৎসক না থাকার অভিযোগ একাধিক রোগীর। রোগীদের অভিযোগ, সকাল থেকে তাঁরা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসক আসেনি।