
পাট ক্ষেতে জল দিতে গিয়ে শর্ট সার্কিটে (Electric shock) মৃত্যু হয় এক কৃষকের। বসিরহাট (Basirhat) থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগুন্ডি গ্রামের ঘটনা। স্থানীয়রা ওই কৃষককে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম এসারুল সাহাজি (২৫)।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৮টা নাগাদ বাড়ির পাশের মাঠে, একটি পুকুর থেকে পাট ক্ষেতে জল দেওয়ার জন্য মোটর লাগিয়েছিলেন তিনি। মোটর লাগানোর পরে বিদ্যুতের তার সংযোগ করছিলেন নিজের ইলেকট্রিক মিটার থেকে। সেই সময়ই বৈদ্যুতিক তারের একটি অংশ কাটা থাকায় শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় ওই কৃষকের।
এমনকি এই বিষয়ে স্থানীয়দের দাবি, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকত ওই কৃষক। পরিবারের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। তাই রাজ্য সরাকারের তরফ থেকে পরিবারটিকে কিছু অনুমোদন দিয়ে সাহায্য করলে তাঁদের খুব উপকার হবে, দাবি স্থানীয়দের।