
বিভিন্ন জায়গায় একাধিকবার দেখা গেছে, রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন অনেকেই। ক্ষণিকে তাঁরা পরিণত হয়েছেন সেলিব্রিটিতে। কোটি টাকার মালিক হয়ে কেউ কিনেছেন ফ্ল্যাট, তো কেউ আবার সন্তানদের জন্য তা রেখেছেন জমিয়ে। অনেকেই আবার কোটি টাকা মেলাতেই ভয়ে দ্বারস্থ হয়েছেন স্থানীয় থানার। কয়েকদিন আগে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল লটারিতে কোটিপতি হয়েছেন, এই খবরে কম হইচই হয়নি।
এবার প্রতারণার কৌশল হিসাবে কাজে লাগানো হল সেই লটারিকেই। লটারিতে ৪০ লক্ষ টাকা জিতেছেন, এমন ফোনেই পাতা হয়েছিল প্রলোভনের ফাঁদ। তারপর দফায় দফায় ১৭ লক্ষ টাকা আত্মসাত। কিন্তু প্রতিশ্রুতিমতো বারবার তাগাদা দেওয়ার পরও ৪০ লক্ষ টাকা মেলেনি। অবশেষে অবসাদে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার মশাগাঁর ঘটনা। মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত ওঝা।
জানা গিয়েছে, নিজের জমি-বাড়ি বিক্রি করে, সর্বস্ব খুইয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি, এমনটাই সুইসাইডিয়াল নোটে লিখে গেছেন ওই ব্যক্তি। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সুইসাইডাল নোট সহ যাবতীয় ফোন নাম্বার পুলিশ নিয়ে গেছে।