
অনেক নাটকীয়তায় ভরা ছিল এ বছরের টি ২০ বিশ্বকাপ | মূলত আয়োজক ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু হঠাৎই করোনার প্রভাব বেড়ে যায় আইপিএল চলার সময়। সেই কারণে আইপিএল বন্ধ করে সমস্ত খেলা নিয়ে যাওয়া হয় মধ্যপ্রাচ্যে | ওই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড স্থির করে ফেলে, এদেশে নয়, সম্পূর্ণ বিশ্বকাপটি আয়োজিত হবে দুবাই, শারজা এবং আবুধাবিতে |
টুর্নামেন্টের সেরা দল ছিল নিউজিল্যান্ড এবং ভারত, যারা কিনা টি ২০র ইদানিংকালের সেরা পারফর্মার | ভারতকে কিন্তু টুনামেন্টের লিগ পর্যায়েতেই বিদায় নিতে হয় | টুর্নামেন্টে তখন সেরার স্থানে ছিল পাকিস্তান এবং তারপরই ইংল্যান্ড | নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া কোনওক্রমে সেমি ফাইনালে উত্তীর্ণ হয় |
এই মাঠগুলির মূল সমস্যা ছিল টসে জিতে যে যাবে, সেই পরে ব্যাট করবে এবং দেখা গিয়েছে জয় তাদেরই এসেছে ৯০ শতাংশ | রবিবাসরীয় ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি | এই দেশে সন্ধ্যার পর থেকেই মাঠে শিশির পড়তে শুরু করে। কাজেই পরে যারা ফিল্ড করে, তাদের পক্ষে বল গ্রিপ করা কঠিন ছিল | যাই হোক না কেন, সময়োপযোগী খেলাও হয়েছে | ভারত পারেনি, সেটা তাদের খারাপ খেলার নিদর্শন ছিল |
ফাইনাল একপেশে ছিল না মোটেই | প্রথমে টসে হেরে ব্যাট করতে যায় নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু প্রথম কয়েক ওভার বেশ ভালো বল করে | দ্রুত রান আটকে যায় তাতেই | কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসন প্রায় একার দায়িত্বে দলকে টেনে তোলেন | নিজে ৮৫ রান করে আউট হন | শেষ অবধি ১৭২ রানে শেষ হয় তাদের ইনিংস | পরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথমেই হারায় অধিনায়ক ফিঞ্চের উইকেট। কিন্তু ওয়ার্নার ও ম্যাক্সওয়েল | এই জুটি ছাড়াও মার্শ টুর্নামেন্ট জুড়ে ভালো ব্যাট করেছেন | অট্রেলিয়া ৫ বারের সীমিত ওভারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু তাদের অধরা ছিল টি ২০ বিশ্বকাপটি | এবার সেটিও তাদের দখলে চলে এল | দুর্ভাগ্য নিউজিল্যান্ডের।