
ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে | পাকিস্তানের হারে যেন স্বস্তি আসলো ভারতীয় ক্রিকেট দলে | প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নির্মম পরাজয়ের পর দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল | সত্যি বলে কি এবারের ডার্ক হর্স ছিল এই পাকিস্তানই | চ্যাম্পিয়ন হওয়ার মতো সব সমস্ত যোগ্যতা তাদের ছিল | ওই গ্রুপে তারা নিউজিল্যান্ডের মতো দলকেও হারিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পতন হলো অস্ট্রেলিয়ার কাছে | হেরে যাওয়ার মতো খেলে নি কিন্তু পাক দল | টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক এরোন ফিঞ্চ পাক দলকে ব্যাট করতে পাঠায় | ২০ ওভারে পাকিস্তান ১৭৬ রান করে, যা কিনা যথেষ্ট ভালো রান এই আবুধাবি বা দুবাইয়ের মাঠে | এই মুহূর্তে পাক দলে আফ্রিদি বিশ্বের সেরা ফাস্ট বোলার এর আগে প্রতিটি দল আফ্রিদির সুইংএ উইকেট হারিয়েছে ফলে অস্ট্রেলিয়া প্রথম থেকে একটু সাবধানে খেলছিল | কিন্তু এই উইকেটে রিজোয়ান ও জামান যথাক্রমে ৬৭ এবং ৫৫ রান করেছিল | এটাকে ভরসা করে অস্ট্রেলিয়া দুই ওভারের পর মেরে খেলতে শুরু করে কিন্তু দ্রুত তাদের ১৩ ওভারেই ৫ টি উইকেট হারায় |
এখানেই খেলা ধরে ওয়েড এবং স্ট্যানিজ | একটা সময়ে ২৫ বলে ৫২ রান দরকার ছিল ঠিক তারপরই পাক অধিনায়ক বাবর বোলিংয়ে নিয়ে আসেন তাঁর দলের সেরা সম্পদ আফ্রিদিকে | আফ্রিদির বলে শেষদিকে পরপর ৩টি ছক্কা মেরে ১৯ ওভারেই ১৭৭ রান তুলে ফাইনালে গেলো অস্ট্রেলিয়া | এবারে তাদের সামনে প্রতিবেশী নিউজিল্যান্ড | এবারের টুর্নামেন্টে নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুর্দান্ত খেলেছে | তারমধ্যে বিদায় নিয়েছে পাক দল | এর ফলে টি ২০ বিশ্বকাপে নতুন কেউ চ্যাম্পিয়ন হতে চলেছে |
বৃহস্পতিবার ভারতের নানান সমর্থক অস্ট্রেলিয়ার সমর্থকও ছিল টিভি বা হ্যান্ডসেটে | একই অবস্থা ভারতীয় দলের ক্রিকেটারদের | পাক বিদায় হলে যেন, এ দেশের মানুষ স্বস্তির নিঃস্বাস ফেললো | এই ভারতের দর্শকরা কিন্তু ফাইনালে নিউজিল্যান্ডকেই সমর্থন করবে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের | আগামী রবিবারের শিশু দিবসে ক্রিকেটপ্রেমীরা কতটা উল্লাস করে শিশুদের মতো, তাই দেখার |