
টি ২০ বিশ্বকাপ ক্রিকেট জমে উঠেছে | এখনও পর্যন্ত যা যা খেলা হয়েছে, তাতে দেখা যাচ্ছে পাকিস্তান দলটি দারুণ উন্নতি করেছে | এই পাকিস্তান ক্রিকেট দলটি ছিল সম্পূর্ণ অজানা | দেশের অভ্যন্তরে তারা গভীরভাবে ক্রিকেটটি অধ্যয়ন করেছে | একেবারেই যুবা দল | প্রথমে নির্মমভাবে তারা ভারতকে ১০ উইকেটে হারায়, পরে তাদের কাছে হারে নিউজিল্যান্ড দল | মনে রাখতে হবে নিউজিল্যান্ড দলটি ৫০ ওভারের বিশ্বকাপে স্রেফ নিয়মের বেড়াজালে পড়ে হেরেছিল | অন্যদিকে বিশ্ব টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন দল | এরাই বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে সেমি ফাইনালে হারিয়েছিল| ফের হারিয়েছিল বিশ্বকাপ টেস্ট ফাইনালে | উইলিয়ামস দলের অধিনায়ক হিসাবে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার | সেই নিউজিল্যান্ডকে অনায়াসে পাকিস্তান লিগ ম্যাচে হারিয়ে দিয়ে গ্রুপ শীর্ষে উঠেছে |
দুটি গ্রুপে ভাগ করা রয়েছে বিশ্বকাপ টি ২০ র দলগুলিকে | একদিকে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা | নির্দ্বিধায় বলা যায়, দ্বিতীয় গ্রুপটি যথেষ্ট শক্তিশালী | কোন দুটি দল উঠে আসবে, কেউ জানে না | যারাই উঠুক ওই দুটি দল যে যথেষ্ট শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য | ভারত প্রথমে ভেবেছিল, অনায়াসে তারা পাক দল ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকবে। কিন্তু পাকিস্তানের কাছে হেরে বেশ চাপে তারা, কাজটা কঠিন হয়ে গিয়েছে |
রবিবার ফের পরের ম্যাচ এবং নিউজিল্যান্ডের সঙ্গে | প্রায় এক সপ্তাহের ছুটি পেয়ে গিয়েছে তারা | এই ম্যাচটি হারলে ভারত আর সেমি ফাইনালে উঠতে পারবে না | বিদায় নেবে এবারের ২০ ওভারের বিশ্বকাপ থেকে | শোনা যাচ্ছে দলে অনেকটাই পরিবর্তন হবে | রোহিত ও রাহুল থাকলেও সূর্যকুমার থেকে বরুণ প্যাটেল ও ভুবনেশ্বর কুমার বাদ পড়তে পারেন | অশ্বিনকে নেওয়া হতে পারে | আরও একটি বিষয় দেখা হচ্ছে। তা হল দ্বিতীয় ভাগে বোলিং করতে নামলে শিশির থাকলেও তাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় | মোটের উপর নিউজিল্যান্ডকে হারাতেই হবে | ভারত পারবে কি ?