
বিশ্ব টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে এবার ভারত শূন্য অবস্থায় সেমি ফাইনাল খেলা শুরু করবে | বিগত বহু বছরের মধ্যে ভারতের এইভাবে বিদায় দেখা যায়নি | এটা সত্যি, বিশ্বের স্বল্প ওভারের খেলা সবথেকে বেশি ভারতীয়রাই আয়োজন করে থাকে আইপিএলের মাধ্যমে। কাজেই অভিজ্ঞতা তাদেরই সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি স্বল্পমেয়াদি ক্রিকেট খেলোয়াড় | তবুও আইসিসি টুর্নামেন্টে ভারত ট্রফি পায়নি বহুদিন | এ যেন অনেকটা ইউরোপ ফুটবলে ইংলিশ ফুটবল টুর্নামেন্ট। সবচেয়ে জনপ্রিয় হওয়া সত্ত্বেও ইংল্যান্ড বিশ্বকাপ পেয়েছে একবার, আর ইউরো কাপ পায়নি |
এমনটি হওয়ার কথা ছিল না, কিন্তু তাই হল। ভারতকে বিশ্বের সেরা সমালোচকরা চ্যাম্পিয়নের দাবিদার বলা সত্ত্বেও দেশ লিগ পর্যায়েই বিদায় নেয় | যে চারটি দেশ সেমি ফাইনাল খেলবে, তারা যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড | এর মধ্যে দুটি গ্রুপের সেরা হয়েছে ইংল্যান্ড এবং পাকিস্তান | ফলে ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে ( যারা ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল), অন্যদিকে পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে |
ভারতের আর একটিই খেলা বাকি। সেটি নেহাতই নিয়মরক্ষার। হবে সোমবার, তারপর দেশের বিমান ধরবে মঙ্গলবার | বাড়িতে বসেই বিশ্বখ্যাত ভারতীয় খেলোয়াড়দের ফাইনাল খেলা দেখতে হবে |
শোনা গিয়েছে, টসে পরাজিত হয়ে আগে ব্যাট করতে যাওয়াই কাল হয়েছে ভারতের | এই যুক্তি নস্যাৎ করে দিচ্ছেন হরভজন সিং | তিনি জানিয়েছেন, এগুলো বাজে বাহানা | শুরু হয়েছে নানান সমালোচনাও | বলা হয়েছে, রাজনীতি করে অশ্বিন বা চাহারকে বসিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে রোহিত এই মুহূর্তে সেরা ওপেনার হওয়া সত্ত্বেও তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল | বলা হয়েছে, দলে এখন অনুগামী না হলে সুযোগ পাওয়া দুষ্কর | পক্ষান্তরে প্রভূত উন্নতি হয়েছে পাকিস্তান দলে | তাদের অবস্থান নিয়ে কারও কোনও ধারণা ছিল না। অথচ তারাই এবারের ডার্ক হর্স | ক্রিকেট প্রেমীদের নজর এখন পাকিস্তান কী করে, সেই দিকেই।