
অবশেষে ক্রিকেট কোচের চাকরি থেকে বিদায় নিয়ে অনেক কিছুই খুলে বললেন রবি শাস্ত্রী | তিনি বললেন, কোহলি শুধু টি ২০ থেকেই নেতৃত্ব ছাড়লেন না, বরং এবার সব ধরনের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছাড়বেন | বুধবারই বীরেন্দ্র শেহবাগ বলেছিলেন, কোহলি অধিনায়কের পদ থেকে বেরিয়ে আসুক | সচিন তেন্ডুলকরের মতো বিশ্বসেরা ক্রিকেটারও অধিনাকত্ব ছেড়ে নিজের সেরা খেলা খেলেছেন | এবার কোহলির দীর্ঘদিনের কোচ রবি মনে করেন, কোহলিও নেতৃত্ব ছেড়ে স্বাভাবিক খেলা খেলবেন | তিনি অবশ্য নতুন কোচ রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাহুল নিশ্চিত ভালোভাবেই দল চালাবেন। তিনি যথেষ্ট ভালো ক্রিকেট বোঝেন |
তিনি এবার অবশেষে স্বীকার করলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে তাঁর তিক্ততার সম্পর্ক ছিল | এখন তিক্ততাটি কী পর্যায়ে, তা খোলসা করেননি | তবে ক্রিকেটপ্রেমীদের ধারণা, সৌরভ যখন খেলতেন, তখন শাস্ত্রী কমেন্ট্রি বক্সে বসে গাঙ্গুলির চূড়ান্ত সমালোচনা করতেন | অনেকেই মনে করেন, সৌরভ কোনওদিন কাউকে তোষামোদ করে চলেননি। কাজেই শাস্ত্রীর ক্ষোভ | তবু শাস্ত্রী বলেছেন, তাঁরা কাচের গুলি খেলতে বসেননি যে ঝগড়া থাকবে |
অন্যদিকে শাস্ত্রীর মতো কি কোহলির সাথেও ভারতীয় বোর্ডের সভাপতির সম্পর্ক খারাপ ? এক সময় সৌরভ কিন্তু কোহলির প্রচুর প্রশংসা করেছিলেন। কিন্তু পরে সম্পর্কের অবনতি ঘটে সম্ভবত | আজকের তারিখে অর্থাৎ ১৩ নভেম্বর ২০১৪ তে বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ইডেন গার্ডেনে এক দিবসীয় ক্রিকেটে বিশ্বরেকর্ড করেন | তিনি ২৬৪ রান করেন | অনেকদিন দলের বাইরে থেকে ফিরে এসে রোহিতের এই রানে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায় | তিনি রোহিতের প্রশংসা করে বলেন, আগামী দিনের ভারতের মস্ত ভরসা | তিনি উল্লেখ করেন, তাঁর ৭ বছর আগের বিখ্যাত ২৬৪ রান, যা কিনা আজকেও অধরা এবং এই রেকর্ড ভাঙাও অসম্ভব প্রায়, যেখানে রোহিত ৩৩ টি বাউন্ডারি এবং ৯ টি ওভার বাউন্ডারি মারেন |