
আর কয়েকটা দিন বাকি বিশ্বকাপ টি ২০ শেষ হতে | শেষ হলেই ভারতের কোচ কিন্তু কর্মহীন| ভারতীয় ক্রিকেটকে দেওয়ার মতো আর কোনও রসদ তাঁর হাতে থাকবে না | অদূর ভবিষ্যতে তাঁর কোচ হওয়ার সম্ভাবনাও নেই | তবে রবি করবেন কী ? বর্ণময় চরিত্র রবি কিন্তু ক্ষণস্থায়ী | ১৯৮১ তে সুনীল গাভাস্কারের দৌলতে ভারতীয় দলে আগমন | মূলত বাঁ হাতি স্পিনার ছিলেন তিনি। আর ব্যাটটি মোটামুটি করতে পারতেন | ১৯৮৩ র বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ এলেও সেমি বা ফাইনালে দলের বাইরে ছিলেন তিনি | এরপর থেকেই ঘুরে দাঁড়ান রবি | ব্যাটিংয়ে অভূতপূর্ব উন্নতি করেন | ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদেশে ভালো ব্যাট করেন তিনি | বোলিং থেকে ব্যাটসম্যান হিসাবেই উঠে আসেন | গাভাস্কার ফের ১৯৮৫ তে অধিনায়ক হলে দলে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে এক দিবসীয় ক্রিকেটে যোগ্যতা অর্জন করেন তিনি এবং টেস্টেও অনেক ওপরে ব্যাট করার সুযোগ পান | সেঞ্চুরি করেন উভয় ক্রিকেটে | এক ওভারে ৬ টি সিক্সার মারার রেকর্ড হয় তাঁর এবং ইডেন টেস্টে ৫ দিনই ব্যাট করেন তিনি, যেটিও বিশ্ব রেকর্ড | এরপর অস্ট্রেলিয়াতে মিনি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় ভারত এবং রবি ম্যান অফ দ্য সিরিজ হন |
কপিলের অধিনায়কত্ব চলে গেলে বেঙ্গসরকার অধিনায়ক হন | কিন্তু হাত ভেঙে যাওয়াতে রবি ভারতের অধিনায়ক হন | এখানেও সার্থক হন রবি | কিন্তু আজহারউদ্দিন অধিনায়ক হলে ছাঁটাইয়ের লিস্টে রবির নামও উঠে আসে | তড়িঘড়ি রবি মাত্র ৩৪ বছরে ক্রিকেটকে বিদায় দেন এবং সাথে সাথে সুযোগ আসে কমেন্ট্রি বক্সে | রবি খুব ভালো বক্তা ছিলেন | রবির মস্ত দোষ ছিল বাংলার খেলোয়াড়দের প্রতি অবহেলা | চিরকালই সৌরভের চরম সমালোচক ছিলেন | পরে ভারতের কোচ হলেও এআইসিসি-র কোনও টুর্নামেন্ট জিততে পারেননি | এবারে তো চাকরিও শেষ। তবে কি ফের কমেন্ট্রি বক্সে, নাকি আইপিএলের কোনও দলে | এটাও নির্ভর করছে সামগ্রিক অবস্থানের উপর |