
শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়কেই কোচ করা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের | ভারতীয় ক্রিকেট কেন, কোনও দেশের ক্রিকেটেই কোনও কোচ ছিল না এই সেদিনও | ভারত যখন কপিলদেবের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে, তখনও কোনও কোচ ছিল না | তখনকার দিনে বিদেশ সফর করলে সাথে একজন ম্যানেজার যেতেন | যদিও সেই ম্যানেজারের কিছু ভূমিকা থাকত। যথা ১১ জনের দল তৈরি করার সময় দলাধিনায়ক কখনও ম্যানেজারের সাহায্য নিতেন | বিদেশি দলে ম্যানেজারের ভূমিকা বা দায়িত্ব অনেক বেশি থাকলেও আমাদের অধিনায়করা ম্যানেজারদের পাত্তা দিতেন না কখনও | দেশে খেলা থাকলে একটা মজার বিষয় হত, একেক মাঠে একেকজন ম্যানেজার থাকতেন অথবা নির্বাচকরাই অনেক সময় এই দায়িত্ব পালন করতেন | বলা হত, তখনকার দিনে নির্বাচকদের বেশ একটা শহরে বেড়ানো হবে আর পাঁচতারা হোটেলে দিব্বি কমিটির পয়সায় থাকা যাবে | মূলত ম্যানেজারের কাজটা ছিল খারাপভাবে বলতে গেলে ফাই ফরমাশ খাটা | তাঁদের কোনও মাইনেও ছিল না |
দিন পাল্টাল, জগমোহন ডালমিয়ার আমলে ক্রিকেট বোর্ডের রোজগার ১০০ গুণ বাড়ল | ধীরে ধীরে ম্যানেজারের মাইনে হল। কিন্তু শেষ পর্যন্ত এই পদ তুলে দিয়ে কোচ রাখা শুরু হল | কোচ হিসাবে দেশের প্রাক্তন খেলোয়াড়দেরই ঠিক করা হত | অজিত ওয়াদেকর থেকে সন্দীপ পাতিল, গায়কোয়ার প্রমুখ বিভিন্ন সময়ে কোচ হয়েছেন | কোচদের ক্ষমতাও বাড়ানো হয়েছে | তিনি হেড কোচ হিসাবে খেলোয়াড়দের অবস্থান ঠিক করবেন | তিনি অবশ্যই ব্যাটিং এবং বোলিং কোচ রাখতে পারেন | সৌরভ গাঙ্গুলির আমলে কোচ ছিলেন জন রাইট | জনের আমলে দলে অভূতপূর্ব উন্নতি হয়। কিন্তু তারপরই কোচ হন গ্রেগ চ্যাপেল | চ্যাপেল দলের হাল অতি খারাপ করে ফেলেন | সম্প্রতি কোচ ছিলেন রবি শাস্ত্রী, যিনি ঘোরতর সৌরভ বিরোধী এবং তাঁর আমলে প্রচুর জয় এলেও কোনও আইসিসি ট্রফি আসেনি | রবির ইচ্ছা ছিল আরও কিছুদিন কোচ থাকার। কিন্তু এখন ব্যাটন সৌরভের হাতে | তিনি নিয়ে এলেন বন্ধু দ্রাবিড়কে | মঙ্গলবারই ছিল আবেদন পাঠানোর শেষ দিন এবং এদিনই দ্রাবিড় আবেদন জানালেন | বর্তমানে তাঁর মাইনে একটি সেমেস্টারে ১০ কোটি টাকা |