
চলতি বছর এশিয়ান গেমসে (Asian Games 2023) আবারও ভারতের মুখ উজ্জ্বল হল। ভারতকে সোনা এনে দিল পারুল চৌধরী (Parul Chaudhary)। হাংঝৌ-তে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা এনে দিলেন তিনি। এর আগে ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতকে রুপো এনে দিয়েছিলেন তিনি। এবার ছিনিয়ে নিলেন সোনা। শুধু তাই নয়, ভারতের জন্য নয়া রেকর্ডও গড়লেন। এর আগে ৫ হাজার মিটার দৌড়ে সোনা ছিল না ভারতের কাছে। এই জয় ঐতিহাসিক মাইলস্টোন তো বটেই।
১০টি ল্যাপের এই রেসে চতুর্থ স্থানে ছিলেন পারুল। রেসের প্রথম দিকে মনে হয়েছিল চলতি বছর এশিয়ান গেমসের দৌড়ে ভারতকে রুপোতেই খুশি থাকতে হবে। কিন্তু যত সময় এগোতে থাকে প্ৰতিদ্বন্দ্বিদের ফেলে ক্রমশ ব্যবধান কমতে থাকে। রুদ্ধশ্বাস কয়েক মিনিট পেরিয়ে জাপানের রিরিকা হিরোনাকাকে পিছনে ফেলে জয়ের হাসি হাসে ভারতের সোনার মেয়ে।
চলতি বছর এশিয়ান গেমসে ৩ অক্টোবর পর্যন্ত ৬৭টি মেডেল এসেছে ভারতের ঘরে। এর মধ্যে রয়েছে ১৫টি সোনা, ২৬টি রূপো এবং ২৮টি ব্রোঞ্জ। এই অর্জন নিঃসন্দেহে ভারতের মুখ উজ্জ্বল করছে।