
এখন নতুন ভারতীয় ক্রিকেট দল | নতুন কোচ রাহুল দ্রাবিড় | রবি শাস্ত্রী বিদায় নিয়ে জানালেন, তিনি রাহুলের উপর সম্পূর্ণ আস্থাশীল এবং তিনি এও জানিয়েছেন, তাঁর সময়ে ভারত বেশ ভালোই খেলেছে | অস্ট্রেলিয়াতে গিয়ে তাঁদের মাঠে ভারতের জয় অবিস্মরণীয় | তিনি দলের প্রতিটি খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন | কিন্তু পাশাপাশি বর্তমানে মধ্যপ্রাচের টি ২০ ম্যাচের সেমি ফাইনালের আগে বোমা ফাটিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম | তিনি বলেছেন, কোহলির ভারতকে হারিয়ে তাঁরা জয়ের চ্যালেঞ্জ নিয়ে গ্রুপ লিগে সব ম্যাচ জিতেছেন |
স্বাভাবিকভাবেই পাক অধিনায়কের মন্তব্যে চাপে ভারত | একই সাথে এমন কথাও হয়েছে যে নিউজিল্যান্ডকে সামনে দেখলেই স্বল্প ওভারের খেলা থেকে টেস্টে ভারত ঘাবড়ে যাচ্ছে | কথা উঠতেই পারে, কারণ ইদানীং বিশ্বকাপে ভারত ২০১৯ এ নিউজিল্যান্ডের কাছে হেরেছে। বিশ্বকাপ টেস্ট ক্রিকেটে এই নিউজিল্যান্ডের কাছে ভারত ফাইনালে হেরেছে এবং টি ২০ বিশ্বকাপেও ভারত লিগ পর্যায়ে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ডের কাছেই হেরে | বারবার কেন এই আত্মসমর্পণ, উঠেছে প্রশ্ন | অবশ্য এই নিউজিল্যান্ড বুধবার ইংল্যান্ডকে হারিয়ে একদিকে বিশ্বকাপের বদলা নিয়েছে, অন্যদিকে ফের ফাইনালে গিয়েছে |
এসব তো বহিরাঙ্গের বাক্যালাপ। দেশের ভিতরেও কিন্তু ভারতীয় দল তথা বিরাট কোহলির উপর চাপ বাড়ছে | প্রবাদপ্রতিম সুনীল গাভাস্কার বরাবরই কোহলির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন | এটা তো বাস্তব, গাভাস্কার শুধু নয়, দেশের অভন্তরেও দলবাজি নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর ট্রোল হচ্ছে | টার্গেট কিন্তু ওই কোহলি | টি ২০ বিশ্বকাপ শেষ হলেই নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে টি ২০ খেলা | এরই মধ্যে দলনায়ক স্থির হয়েছে রোহিত শর্মা এবং সহকারী কে রাহুল | কোহলি নিজেকে সরিয়ে নিলেন, নাকি তাঁকে বিশ্রামে পাঠানো হল, তা নিয়ে তর্ক চলতেই পারে |
অন্যদিকে ভারতের অন্যতম প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন, কোহলির অধিনায়ক পদ ছেড়ে দেওয়া উচিত | শেহবাগ উদাহরণ দিয়ে বলেন যে সচিনও নেতৃত্ব দিয়ে বিশ্বসেরা হয়েছিলেন | যে কোনও দেশের সেরা খেলোয়াড় অনেক বেশি ভালো খেলতে পারেন, যদি খোলা মনে খেলতে পারেন | অধিনায়কত্বের চাপ ছেড়ে নিজের স্বভাবিক খেলা খেলুন |