
রবিবার ভারত নিউজিল্যান্ডের কাছে হারলেই বিদায় নিতে হবে টি ২০ বিশ্বকাপ থেকে | খুবই সহজ গ্রুপে অবস্থান করেছিল ভারত | নিউজিল্যান্ড এবং পাকিস্তান ছাড়া চমক দেওয়ার মতো দল এই গ্রুপে ছিল না। পাশাপাশি অন্য গ্রুপটি বেশ কঠিন | কিন্তু ভারতীয় দলকে প্রথম বড় ম্যাচেই পাকিস্তানের কাছে নির্মমভাবে হারতে হয়েছে | যদিও এই তারুণ্যে ভরা পাক দলটি সম্বন্ধে কারুরই কোনও ধারণা ছিল না | আপাতত যে কটি দল খেলে ফেলেছে, তার মধ্যে পাকিস্তানের পারফরম্যান্স সবথেকে ভালো | ভারত হোমওয়ার্ক না করেই পাক দলের সঙ্গে খেলতে নেমেছিল |
প্রশ্ন উঠেছে বিরাট কোহলির নেতৃত্বের বিরুদ্ধে। একই সাথে প্রশ্ন উঠেছে রবি শাস্ত্রীর কোচিং নিয়েও | এমনও বলা হয়েছে, এরা দলবাজি করছে এবং নিজেদের পেটেন্ট খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে | কিন্তু সেসব আবেগ আর ক্রোধের কথা | যদিও এই টুর্নামেন্টের পর কোহলি আর টি২০ দলের অধিনায়ক থাকবেন না এবং একইভাবে শাস্ত্রীরও এটাই শেষ কোচিং ভারতকে | অন্যদিকে প্রশ্ন উঠেছে ধোনির ভূমিকা নিয়েও | দেশের সর্বকালের অন্যতম প্রাক্তন অধিনায়ক কি বুঝে উঠতে পারছেন না, কে কে ফর্মে রয়েছে |
যাই হোক, রবিবার ভারতকে জিততেই হবে | দলে পরিবর্তন চেয়েছিলেন সুনীল গাভাস্কর থেকে অন্যান্য বিশেষজ্ঞরা | শোনা যাচ্ছে তাঁদের দাবি রয়েছে বাটটিংটি আরও শক্তিশালী করা হোক এবং স্পিনার নেওয়া হোক অভিজ্ঞতাসম্পন্ন | এতেও জেদাজেদি রয়েছে কোহলি-রবি জুটির | তাঁরা কি কিছুতেই অশ্বিনকে দলে নেবেন না? অশ্বিন বিশ্বের সেরা স্পিনারদের অন্যতম। অথচ ইংল্যান্ড সফর থেকে তাঁকে বসিয়ে রাখা হয়েছে |
অশ্বিন ভালো ব্যাটিং করেন, টেস্টে তাঁর ৫টি সেঞ্চুরি রয়েছে | একদিবসীও ক্রিকেটেও অশ্বিন অপরিহার্য। অথচ টিম কোহলি চাইছে চাহারকে | কোহলি এবং অশ্বিনের মধ্যে কি সংকট আছে ? ধোনি জানিয়েছেন, হার্দিক প্যাটেলকে ফের খেলানো হোক। অথচ এই হার্দিক আগের ম্যাচে দলকে ডুবিয়েছিলেন | নজর কিন্তু থাকছেই রবিবারের ম্যাচে | রবিবার থাকায় সারা দেশ নজরে রাখবে ম্যাচটিকে |