
পাকিস্তানের কাছে নির্মম পরাজয়ের পর কাটাছেঁড়া শুরু হয়েছে দলের মধ্যে | ভারতীয় দলে এই মুহূর্তে দল গঠন করার দায়িত্ব অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর। কিন্তু তাঁদের সহযোগিতা নিতে হবে দলের মেন্টর, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও | সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম একাদশ ঠিক নাকি আগেই করে রেখেছিলেন কোহলি | এবার দলে কোহলি ছাড়া ব্যাটিংয়ে কেউই সুবিধা করতে পারেননি। অন্যদিকে কোনও বোলারই উইকেট নিতে পারেননি | কিন্তু বিশেষ এক শ্রেণির গোষ্ঠী এই পরাজয়ের জন্য দোষী সাব্যস্ত করছে দলের অন্যতম ফাস্ট বোলার বাংলার মহম্মদ শামিকে। কারণ তিনি ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন | সারা দেশ জুড়ে তাদের এই আজব দাবির পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে | কিন্তু সত্যটি কি তাই ? শামি না হয় রান বেশি দিয়েছেন, কিন্তু বাকি বোলাররা কী করেছেন ?
প্রথম প্রশ্ন উঠেছে হার্দিক প্যাটেলকে নিয়ে | তাঁকে দলে নেওয়াই হয়েছিল অলরাউন্ডার হিসাবে | তাঁকে কেন ৭ নম্বর হিসাবে ব্যাট করতে নামানো হল ? কেন তিনি রান করতে গিয়ে কাঁধে চোট পেলেন ? কেন একটিও ওভার বল করতে পারলেন না ? চোট থাকা সত্বেও তাঁকে দলে রাখা হল কেন ? নব্য স্পিনার বরুণকে দলে না রেখে কেন অশ্বিনকে খেলানো হল না ? জানা যায়, অশ্বিন নাকি কোহলির ব্যাড বুকে থাকা খেলোয়াড়। কিন্তু তিনি তো এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার | প্রশ্ন উঠেছে, শাহীন আফ্রিদির ইনসুইং ইয়র্কারে একইভাবে রোহিত ও রাহুল আউট হলেন ? যে ক্ষেত্রে সকলেরই ত্রুটি রয়েছে, সেখানে একা শামিকে কেন বলির পাঁঠা করা হচ্ছে ?
আসলে মূল সমস্যা দলের গোষ্ঠীদ্বন্দ্ব| শামির পাশে এসে দাঁড়িয়েছেন বহু প্রাক্তন ক্রিকেটার | স্বয়ং সচিন তেন্ডুলকর তাঁর হয়ে টুইট করেছেন | তিনি জানিয়েছেন, ক্রিকেটটা দলের খেলা | শামি খুবই প্রয়োজনীয় খেলোয়াড়, একদিনের খারাপ খেলা দিয়ে কাউকে বিচার করা ঠিক নয় | তাঁর পাশে বাংলার সমস্ত খেলোয়াড় রয়েছে | এছাড়াও সাংসদ রাহুল গান্ধি এই বিপাকে শামির পাশে এসে দাঁড়িয়েছেন।