
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) আরও একটি সোনা জয় (Won Gold) ভারতের। মীরাবাঈ চানুর পর ভারোত্তলনে শোনা জিতলেন জেরেমি লালরিন্নুঙ্গা। তাঁর হাত দিয়েই পঞ্চম পদকটিও এল ভারতে। এদিন ১৫৪ কিলো তুলতে (Weightlifting Event) গিয়ে পায়ে চোট পান জেরেমি। সেই চোটও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ফিরে এলেন ১৬০ কিলো তুলতে। পায়ের চোট নিয়েই তুললেন মোট ৩০০ কিলো। রেকর্ড গড়ে তৃতীয় বার ১৬৫ কিলো তুলতে এসে ব্যর্থ হলেন। এরপর মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করেন তিনি।
#Weightlifting Update 🚨@raltejeremy set the New Games Record in Snatch category with the best lift of 140kg in Men's- 67kg at @birminghamcg22
— SAI Media (@Media_SAI) July 31, 2022
Keep it up🔥🔥🔥
🆙️⏭️
Clean & Jerk 🙂#Cheer4India#IndiaTaiyaarHai pic.twitter.com/H0eRDt8j96
এদিকে, কমনওয়েলথ গেমস ২০২২ টুর্নামেন্টে ভারতের ঝুলিতে প্রথম সোনার পদক আসে শনিবার রাতে। মীরাবাই চানু মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে ভারতের হয়ে সোনার পদক জয় করলেন। কমনওয়েলথের দ্বিতীয় দিন চার চারটি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর চারটি ভারোত্তোলন বিভাগ থেকে। এদিন, বিন্দিয়ারানি দেবী রুপো পেলেন ৫৫ কিলো বিভাগে। পুরুষদের ভারোত্তলনের ৫৫ কেজি বিভাগে রুপো জিতেছেন সংকেত মহাদেব সারগর। আর ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজার পূজারি।
টোকিও অলিম্পিকে রুপোজয়ী মীরাবাই চানু স্ন্যাচ বিভাগে ৮৮ কেজি ওজন তোলেন। অন্যদিকে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১১৩ কেজির প্রচেষ্টা করেন। অর্থাৎ মীরাবাই মোট ২০১ কেজি ওজন তুলেছেন। এটা কমনওয়েলথ গেমসেই একটি অনন্য রেকর্ড।