
ফুটবল জগতে শোকের ছায়া। প্রয়াত (Dies) হলেন বার্সেলোনার তারকা ফুটবলার লুইস সুয়ারেজ (Luis Suarez)। তিনি একমাত্র স্প্যানিশ ফুটবলার, যার হাতে ব্যালন ডি-অর কাপ উঠেছিল। মে মাসেই নিজের জন্মদিন উদযাপন করেছিলেন। কয়েক দিনের ব্যবধানেই থমকে গেল তাঁর হৃদস্পন্দন। রবিবারেই প্রয়াত হয়েছেন ফুটবল (Football) কিংবদন্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বার্সেলোনার তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'লুইস সুয়ারেজ মিরামন্তেস এই রবিবার ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ১৯৫৪ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি বার্সেলোনার জন্য খেলেছিলেন।' ১৯৬০ এর দশকে ইন্টার মিলানে মিড ফিল্ডার হিসেবে প্রবল প্রশংসা অর্জন কোরেসিলেন এই তারকা খেলোয়াড়।
১৯৩৫ সালে লা করুনাতে জন্মেছিলেন তিনি। এরপর ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। দর্শকদের মন জয় করেছেন। একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তারকার প্রয়ানে শোকস্তব্ধ ফুটবল জগৎ। নেটিজেনরা বলছেন লুইস সুয়ারেজের প্রয়াণ একটি যুগের অবসান।